Tapas Mondal on Kuntal: ‘কালো ডায়েরি’তেই থাকত কুন্তলের টাকার হিসেব! TV9 বাংলায় গোপাল দলপতির নাম বললেন তাপস মণ্ডল
Tapas Mondal on Kuntal: কুন্তল গ্রেফতার হওয়ার পর TV9 বাংলার মুখোমুখি হয়ে তাপস মণ্ডল জানান, ১৯ কোটি টাকা একদিনে নেননি কুন্তল। পাঁচ বছর ধরে টাকা নেওয়া হয়েছে।

কলকাতা: গ্রেফতার হওয়ার পর কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে শোনা গিয়েছে গোপাল দলপতির নাম। TV9 বাংলার মুখোমুখি হয়ে সেই গোপালের কথা বললেন ডিএলএড কলেজগুলির সংগঠনের সভাপতি তাপস মণ্ডলও (Tapas Mondal)। তাঁর দাবি, গোপালকে তিনিই পাঠিয়েছিলেন কুন্তলের কাছে। গোপাল দলপতি তাঁর এক পূর্ব পরিচিত। চাকরি প্রার্থীদের সঙ্গে কুন্তলের যোগাযোগ বা টাকা পাইয়ে দেওয়ার বিষয়ে এই গোপাল দলপতি মাধ্যম হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তাপস। শুধু তাই নয়, তাপস মণ্ডলের দাবি, যে টাকা কুন্তল নিতেন, তার হিসেব রাখতেন একটি কালো ডায়েরিতে। তাঁর পরিচিত অন্তত ২৫-৩০ জন চাকরির জন্য কুন্তলকে টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন তাপস।
তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে সূত্রের খবর। কুন্তল গ্রেফতার হওয়ার পর TV9 বাংলার মুখোমুখি হয়ে তাপস মণ্ডল জানান, ১৯ কোটি টাকা একদিনে নেননি কুন্তল। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত পাঁচ বছর ধরে টাকা নেওয়া হয়েছে।
তাপস মণ্ডল আরও দাবি করেছেন, অনেককে বিকাশ ভবনে ইন্টারভিউয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন কুন্তল। তিনি বলেন, ‘কাজ যখন হচ্ছে, আর প্রার্থীরাও যখন টাকা দিতে রাজি, তখন আমি বাধা দিইনি।’ তবে চাকরি নিয়ে মানিক ভট্টাচার্য কিছু শুনতে চাইতেন না বলে জানিয়েছেন তাপস।
শুধু গোপাল দলপতি নন, তাপস মিশ্র নামে আরও একজনের নামও সামনে আসছে এই মামলায়। টাকা নেওয়ার ক্ষেত্রে সেই তাপস মিশ্রও মাধ্যম হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তাপস মণ্ডল।
সব জেনেও আইনের দ্বারস্থ হননি কেন? এই প্রশ্নের উত্তরে তাপস মণ্ডল বলেন, ‘আমি ওদের বলেছিলাম… ওরা বলত আমাদের টাকা ফিরে পাওয়াটাই প্রয়োজন। আইনের লড়াই করে কী করব!’
