Tapas Roy: সিপিএম ‘শূন্য’, বিশ্বাসই করেন না তাপস রায়; হঠাৎ এ কথা?

Mar 07, 2024 | 10:12 PM

Tapas Roy: তাপস রায়ের কথায়, "তৃণমূলে সেই সিপিএম। মন্ত্রিসভা, বিধানসভা, পুরসভা, বিভিন্ন কমিটি, বিভিন্ন জায়গায়। এর কোনও দরকারই ছিল না। কেউ কেউ জেলা স্তরে, প্রদেশ স্তরে কাউকে ম্যানেজ করে নিল। তারা তাদের সেই ধারা অব্যাহত রাখতে যা করার করে গেল।"

Tapas Roy: সিপিএম শূন্য, বিশ্বাসই করেন না তাপস রায়; হঠাৎ এ কথা?
বিজেপিতে তাপস রায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ২০০১ সাল থেকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক তাপস রায়ের। প্রায় ২৪ বছরের সম্পর্ক ভেঙে বুধবার থেকে তিনি বিজেপির কর্মী। যোগ দিয়েই বলেছে, যতদিন রাজনীতি করবেন, বিজেপিতেই থাকবেন। দল ছেড়েই একরাশ অভিযোগ-অভিমানের সুর শোনা গিয়েছে তাপস রায়ের গলায়। টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে খোলামেলা সাক্ষাৎকারে তাপস রায় জানান, তিনি বিশ্বাস করেন না খাতায় কলমে বিধানসভায় বামেরা শূন্য হলেও আসলে তারা জিরো। কেন? তাপস রায়ের দাবি, তৃণমূলটাকে ঘিরে রেখেছে এই সিপিএমই।

তাপস রায়ের দাবি, তাঁকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে নিবিড়ভাবে তা তিনি পালন করেছেন। কিন্তু ধীরে ধীরে বুঝলেন যে কারণে কংগ্রেস ত্যাগ, সিপিএমের দীর্ঘদিনের অন্যায় অবিচার লড়াইয়ের বিরুদ্ধে প্রতিবাদে নামা, সেই উদ্দেশ্য ধীরে ধীরে ঝাপসা হচ্ছে। তাপস রায়ের কথায়, “দেখলাম তারাই দলটাকে নিচুতলায় কীভাবে যেন কব্জা করে নিয়েছে।”

তাপস রায়ের কথায়, “তৃণমূলে সেই সিপিএম। মন্ত্রিসভা, বিধানসভা, পুরসভা, বিভিন্ন কমিটি, বিভিন্ন জায়গায়। এর কোনও দরকারই ছিল না। কেউ কেউ জেলা স্তরে, প্রদেশ স্তরে কাউকে ম্যানেজ করে নিল। তারা তাদের সেই ধারা অব্যাহত রাখতে যা করার করে গেল।”

তাপস রায়ের দাবি, মুকুল রায় তৃণমূলে এই ধারা শুরু করেছিলেন। তিনি বলেন, “আমি কয়েকবার বলেছিলাম, এগুলোর দরকার নেই। মানুষতো এদের বিরুদ্ধেই আমাদের ভোট দিয়েছিল। তারপর দেখা গেল মন্ত্রিসভায় রেজ্জাক মোল্লা। এখনও আছে অনেক।”

Next Article