Tapas Roy: জহর সরকারের এজেন্ট থাকায় ‘লজ্জিত’ তাপস রায়

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 31, 2022 | 11:40 PM

Tapas Roy - Jawhar Sircar: তাপস বাবুই জহর সরকারের নির্বাচনী এজেন্ট ছিলেন। সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করায় তৃণমূল বিধায়ক বলেন, "আমার খুবই খারাপ লাগছে। সত্যিই খারাপ লাগছে। অস্বস্তি হচ্ছে। লজ্জিত।"

Tapas Roy: জহর সরকারের এজেন্ট থাকায় লজ্জিত তাপস রায়
তাপস রায়

Follow Us

কলকাতা : তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের লোকসভার সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায়। তাঁকে দল ছাড়ার পরামর্শ দিয়েছেন সৌগত বাবু। এবার সেই একই কথা শোনা গেল তৃণমূল বিধায়ক তাপস রায়ের গলায়। উল্লেখ্য, তাপস বাবুই জহর সরকারের নির্বাচনী এজেন্ট ছিলেন। সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করায় তৃণমূল বিধায়ক বলেন, “আমার খুবই খারাপ লাগছে। সত্যিই খারাপ লাগছে। অস্বস্তি হচ্ছে। লজ্জিত।” তিনি আরও বলেন, “আমার খুব অস্বস্তি হচ্ছে। লজ্জা হচ্ছে বললেও অত্যুক্তি হবে না। জহর সরকারের নির্বাচনে আমি নির্বাচনী এজেন্ট ছিলাম, দল আমাকে করেছিল অবশ্য। আমাদের একুশের লড়াই বা এগারোর লড়াই, কোনওটাই জহর সরকারের উপর নির্ভর করেনি। আগামী দিনেও নির্ভর করবে না।”

সম্প্রতি জহর সরকার যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে তাপস রায় বলেন, “উনি কি এই সমস্ত বলার আগে একবারও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন? উনি তো সম্মান বাড়ানোর জন্যই রাজ্যসভার সদস্য হয়েছেন। রাজ্যসভার সদস্য হওয়াতে তাঁরও তো সম্মান বেড়েছে। সুতরাং এই ধরনের কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করা উচিত। যদি তেমন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বলতেন, তাহলেও বুঝতাম। জহর সরকার পণ্ডিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ। আমার এই বিষয়ে কোনও বক্তব্য নেই। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব তো নন।” সৌগত রায়ের সুরেই সুর মিলিয়ে তাপস বাবু বলেন, “উনি এই সমস্ত বলছেন কেন? উনি যদি মনে করেন ছেড়ে দেওয়ার, ছেড়ে দিন। দলের সঙ্গে আলোচনা বা সর্বোপরি আমি মনে করি নেত্রীর সঙ্গে একবার কথা বলা উচিত ছিল। কারও সঙ্গে কথা না বলে… এটা ঠিক না।”

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা লোকসভার সাংসদ সৌগত রায়ও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন জহর সরকারকে। তিনিও জহর বাবুকে পরামর্শ দিয়েছেন দল ছাড়ার জন্য। এমনকী তাঁকে ‘আত্মকেন্দ্রিক’ বলেও কটাক্ষ করেছেন সৌগত রায়।

Next Article