কলকাতা: হেরিটেজ তালিকায় ঠাঁই দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাজ্য জুড়েই পদযাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতেও বৃহস্পতিবারের দুপুরে হবে সেই পদযাত্রা। জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত সেই পদযাত্রা যাবে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে। এর জন্য বৃহস্পতিবার উত্তর ও মধ্য কলকাতার কলকাতার বেশ কয়েকটি রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল। কয়েকটি রাস্তায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। পাশাপাশি নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ বৃহস্পতিবার মোতায়েন হবে কলকাতার রাস্তায়। বসবে পুলিশ পিকেটও।
বৃহস্পতিবারের মিছিলের পদযাত্রায় তিন হাজার অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে মহানগরীতে। এই সংখ্যক এই সংখ্যক বাহিনীকে ২টি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ থাকবে মিছিলের নিরাপত্তার দায়িত্বে। বাকি পুলিশ থাকবে রেড রোডের অনুষ্ঠানের দায়িত্বে। নিরাপত্তার জন্য রেড রোড ও সংলগ্ন এলাকাকে ১০টি সেক্টরে ভাগ করা হচ্ছে। প্রত্যেক সেক্টরের দায়িত্বে একজন করে ডিসি পদ মর্যাদার অফিসার। এ ছাড়াও গিরিশ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১২ জন ডিসি পদমর্যাদার অফিসার। সব মিলিয়ে মোট ২২ জন ডিসি পদ মর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার দায়িত্বে। ৫৫টি পুলিশ পিকেট বসানো হবে বলে জানা গিয়েছে।
এই পদযাত্রার জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সকাল ৯টা থেকে বিকাল ৩টে পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কোনও বাস, ছোট গাড়ি চলাচল করবে না। ভূপেন বোস অ্যাভিনিউ বন্ধ থাকবে ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত বিধান সরণি থেকে কোনও গাড়িকে বিডন স্ট্রিট হয়ে আসতে দেওয়া হবে না। মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোড হয়ে কোনও গাড়ি সকাল ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত চলাচল করবে না। মহাত্মা গাঁধী রোডে চলাচলকারী গাড়িগুলিকে শিয়ালদহ থেকে এপিসি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বেলা ১টা থেকে ৩টে অবধি মহাত্মা গাঁধী রোডের সেন্ট্রাল অ্যাভিনিউ গামী গাড়িগুলিকে রবীন্দ্র সরণি, বিকে পাল অ্যাভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুর ২টো থেকে ৩টে অবধি বন্ধ থাকবে এসএন ব্য়ানার্জি রোড। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি রেড রোড বন্ধ করে দেওয়া হবে। ধর্মতলা সহ উত্তর ও মধ্য কলকাতার ২১টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
গত বছর দুর্গাপুজোকে ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। ওই আন্তর্জাতিক সংস্থাকে ধন্যবাদ জানিয়েই বৃহস্পতিবারের পদযাত্রা। বুধবার এই পদযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘দুর্গোৎসব এ বার এক মাস আগেই শুরু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারই ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শুরু করব। ক্লাব কমিটি-সহ সকলকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে। বেলা ২টোর মধ্যে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। যাঁরা হাঁটতে ইচ্ছুক, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে চলে আসুন। বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি ছুঁয়ে শুরু হবে মিছিল।’’