কলকাতা: নাহ্ বরফ গলল না। দলের বিরুদ্ধে একরাশ অভিমান উগরে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। নাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আক্ষেপ ঝরে পড়ল তাঁর গলায়। জানালেন, ২৩-২৪ বছর তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক। অথচ ইডি অভিযানের ৫২ দিন পর একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ নেয়নি। দল পাশে দাঁড়ায়নি।
তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন সেই জল্পনা আগেই উঠেছিল। যোগ দিতে পারেন বিজেপি-তে। কানাঘুষো সেই খবরও শোনা যাচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় সোমবারই তড়িঘড়ি তাঁর বাড়িতে পৌঁছন তৃণমূল নেতা ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। তবে বরফ যে গলেনি সে কথা পরে সাংবাদিক বৈঠক করে নিজেই জানান তাপস। একরাশ অভিমানের সুর ঝরে পড়ে তাঁর গলায়। তিনি বারবার ১২ জানুয়ারি ইডি অভিযানের বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, “বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন অথচ আমার বাড়িতে ইডি-র হানার কথা উল্লেখ করতেই পারতেন। আমি আহত-আঘাতপ্রাপ্ত।”
এও জানালেন ইডি অভিযানের দিনই তাঁর পিছনে দলেরই কেউ-কেউ রীতিমতো উল্লাস করেন। আনন্দ করেন। তিনি বলেন, “দলের ৪০-৫০ জন যাঁরা আমায় ভালবাসেন তারাই বলেছেন আমার পিছনে দলের কেউ কেউ যখন রেড চলছে উল্লাস করছেন। যদিও অনেকেই প্রতিবাদ করেছেন।”
শুধু তাই নয়, তাপস এও বললেন, “৫২ দিন হয়ে গেল। ইডি অভিযানে বিধ্বস্ত আমি ও আমার পরিবার। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী দাঁড়াবেন।অন্য কারোর বাড়িতে গেল ইডি কৌটো নাড়ালে বলেন। আমারও স্ত্রী-পুত্র রয়েছে। এগুলো হৃদয়কে নাড়াচাড়া করে।”