Kunal Ghosh on Tapash: উত্তর কলকাতায় কি সুদীপ বনাম তাপস? বৈঠক শেষে কুণালের জবাব…

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 04, 2024 | 1:50 PM

Kunal Ghosh on Tapash: রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি তাপস রাসকে বোঝানো যেত, তাহলে হয়ত সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলতেন, 'সমস্যা মিটেছে।' কিন্তু তার গলায় সে কথা শোনা যায়নি। বরং গোটা বিষয়টিকে ব্যক্তিগত সাক্ষাৎ হিসাবেই বলেছেন তিনি।

Kunal Ghosh on Tapash: উত্তর কলকাতায় কি সুদীপ বনাম তাপস? বৈঠক শেষে কুণালের জবাব...
তাপসের বাড়ি থেকে বৈঠকের পর বেরলেন কুণাল ঘোষ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: দল ছাড়ছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়? বিধানসভার বিধায়ক পদ থেকে কি ইস্তফা দেবেন? যোগ দেবেন বিজেপি-তে ? রবিবার রাত থেকে একের পর এক প্রশ্ন কার্যত উঠছে। এই পরিস্থিতিতে সোমবার সকাল ১০টা নাগাদ তড়িঘড়ি তাপসের মান ভাঙাতে তাঁর বাড়ি পৌঁছে যান তৃণমূলের প্রথম সারির দুই নেতা কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। প্রায় এক ঘণ্টারও বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক চলে। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখাপাত্র কুণাল ঘোষ জানালেন, এটা দাদা এবং ভাইয়ের মধ্যে বৈঠক যেমন হয়ে থাকে তেমন। দাদাকে তিনি যেমন পেরেছেন বুঝিয়েছেন। তবে রাজনৈতিক কোনও কথা হয়েছে কি না তা সংবাদ মাধ্যমের কাছে খোলসা করেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি তাপস রাসকে বোঝানো যেত, তাহলে হয়ত সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলতেন, ‘সমস্যা মিটেছে।’ কিন্তু তার গলায় সে কথা শোনা যায়নি। বরং গোটা বিষয়টিকে ব্যক্তিগত সাক্ষাৎ হিসাবেই বলেছেন তিনি। তৃণমূল নেতা বলেছেন, “আমি তাপসদার ভাই হিসাবে এখানে প্রায়শই আসি। এই মুহূর্তে এর বেশি কিছু বলব না।” সঙ্গে এও জানিয়েছেন, “আমি সব সময় চাইব দাদা যে অবস্থানে ছিলেন সেখানেই যেন থাকেন।” কুণালের কথায়, তাঁর দিক থেকে ভাই হিসাবে দাদাকে যে অনুরোধ করা যায় সেইটাই তিনি করেছেন।

এ দিন, সাংবাদিকরা কুণাল ঘোষকে প্রশ্ন করেন, তাপস রায় তো তৃণমূল ছাড়ছেন, যোগ দিচ্ছেন বিজেপি-তে। উত্তর কলকাতা থেকে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়াবেন? উত্তরে ব্যাঙ্গ করে কুণাল বলেন,”দুলে রাজা,জনি লিভার আপনি কোন দিকে?” এই সিনেমায় বলিউড কৌতুক অভিনেতা জনি লিভার অপর অভিনেতা কাদের খানের অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় অভিনয় করেছেন। ওই সিনেমায় কাদের খান ও গোবিন্দা পরস্পরের বিরোধী। জনি লিভার কাদের খানের অ্যাসিস্ট্যান্ট হলেও কাজ করতেন গোবিন্দার হয়ে। যার জেরে ক্ষতি হয়েছিল আখেরে কাদের খানেরই। ফলত, মুচকি হেসে কুণাল কী বোঝাতে চাইলেন তা পরেই বোঝা যাবে।

প্রসঙ্গত, দলের পুরনো সৈনিক তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান। তারপর থেকে আর কোনওদিন দল বদল করেননি। তবে বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলের সঙ্গে ইদানিং দূরত্ব বাড়ছিল তাঁর। সম্প্রতি, বরানগরের পুরসভায় নিয়োগ দুর্নীতির সূত্রে তাপসের বাড়িতে ইডি আসে। সেই সময় প্রকাশ্যেই বলেছিলেন, “আমার বাড়িতে ইডি আসার পিছনে হাত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।” সেই সময় অধীর চৌধুরী, নওশাদ সিদ্দিকী, সজল ঘোষেরা তাপসের সমর্থনে বার্তা দিলেও তৃণমূল থেকে কেউ তাঁর পাশে দাঁড়ায়নি সেভাবে। এ নিয়েও ক্ষোভ ছিল তাপসের বলেই খবর। এমনকী আসন্ন ব্রিগেডে তাঁকে দলের তরফে দায়িত্ব দেওয়া হলে তিনি তা নিতে অস্বীকার করেন বলেই বিধায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এই পরিস্থিতিতে কী হবে তাপসের সিদ্ধান্ত তা সময়ই বলবে।

 

 

Next Article