কলকাতা: বেঁকে বসেছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। গুঞ্জন উঠছে তিনি নাকি বিধায়ক পদ ছাড়তে চলেছেন। সোমবার অথবা মঙ্গলবারই বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এমনই জল্পনা উঠছে। এই পরিস্থিতিতে সাত সকালেই তাঁর বাড়িতে গিয়েছেন তৃণমূল নেতা ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। তাপসের মান ভাঙাতে শেষ চেষ্টা করে দেখবেন তাঁরা। তবে বিধায়কের মান ভঞ্জন হবে কি না তা বলবে সময়ই। তবে দলের তরফে শেষ চেষ্টা করা হচ্ছে।
বস্তুত, দলের পুরনো সৈনিক তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান। তারপর থেকে আর কোনওদিন দল বদল করেননি। তবে বিবিধ বিষয় নিয়ে ইদানিং তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাপস রায়ের। উত্তর কলকাতা জেলা সভাপতি পদ থেকে তাপসকে সরিয়ে দিতেই হতাশা বাড়ে তাঁর অনুগামী শিবিরে। এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাপস স্বয়ং এবং তাঁর অনুগামীরা। সূত্রের খবর, এবারের নির্বাচনে সুদীপের হয়ে কাজ করবেন না বলেও দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি, বরানগরের পুরসভায় নিয়োগ দুর্নীতির সূত্রে তাপসের বাড়িতে ইডি আসে। সেই সময় প্রকাশ্যেই বলেছিলেন, “আমার বাড়িতে ইডি আসার পিছনে হাত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।” সেই সময় অধীর চৌধুরী, নওশাদ সিদ্দিকী, সজল ঘোষেরা তাপসের সমর্থনে বার্তা দিলেও তৃণমূল থেকে কেউ তাঁর পাশে দাঁড়ায়নি সেভাবে। এ নিয়েও ক্ষোভ ছিল তাপসের বলেই খবর।
এই আবহে আবার কানাঘুষো শোনা যাচ্ছে মঙ্গলবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে তাপস রায়ের। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করতে পারেন তিনি। তার আগে তাপসের ইস্তফার সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। দলবদলের জল্পনাও জোড়ালো। এই পরিস্থিতি তাপসের মান ভাঙাতে শেষ চেষ্টা করে দেখতে চাইছে তৃণমূল এমনই খবর।
এ দিন কুণাল ঘোষ বলেন, “ওনার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরের সম্পর্ক। আমি গল্প করি। উনি চা খাওয়ান। কোনওদিন লুচি খাই। আর তাপসদা আমাদের নেতা। আমি ওনাকে দাদার মতো দেখি। উনি আমায় ভাইয়ের মতো দেখেন।”