Kolkata Airport: শাড়িতে লেগে তরল সোনা! পাচারের অভিনব কৌশল দেখে অবাক শুল্ক অফিসাররা

Ranjit Dhar | Edited By: অংশুমান গোস্বামী

Mar 04, 2024 | 7:34 AM

Gold Smuggling: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আবুধাবি থেকে কলকাতাগামী এতিহাদ এয়ারলাইন্সের বিমান ইওয়াই ২৫৮ রাত আড়াইটা নাগাদ অবতরণ করে। সেখান থেকে নামেন ভারতীয় মহিলা যাত্রী আব্দুল হামিদ মনসুরি। ওই মহিলার থেকেই উদ্ধার হয়েছে তরল সোনা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক দফতরের এয়ার এন্টালিজেন্স শাখার আধিকারিকরা।

Kolkata Airport: শাড়িতে লেগে তরল সোনা! পাচারের অভিনব কৌশল দেখে অবাক শুল্ক অফিসাররা
কলকাতা এয়ারপোর্টে গুলি

Follow Us

কলকাতা: বিমান বন্দরের মাধ্যমে বিদেশ থেকে এ দেশে অবৈধভাবে সোনা পাচারের চেষ্টা নতুন নয়। কিন্তু শুল্ক দফতরের তৎপরতায় প্রায়শই এ ধরনের সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হয়। অফিসারদের চোখ এড়িয়ে সোনা পাচার করতে দিনে দিনে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন পাচারকারীরা। তেমনই রবিবার দেখা গিয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। সোনা পাচারের এই নতুন কৌশলে অবাক শুল্ক দফতরের অফিসাররা। তাঁরা জানিয়েছেন, রাসায়নিক মিশ্রণ ব্যবহার করে সোনাকে তরল করে কাপড়ের মধ্যে লুকিয়ে পাচারের চেষ্টা চলছিল। এ ভাবে সোনা পাচারের অভিযোগে রবিবার এক মহিলাকে আটক করেছে শুল্ক দফতরের আধিকারিকরা।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আবুধাবি থেকে কলকাতাগামী এতিহাদ এয়ারলাইন্সের বিমান ইওয়াই ২৫৮ রাত আড়াইটা নাগাদ অবতরণ করে। সেখান থেকে নামেন ভারতীয় মহিলা যাত্রী আব্দুল হামিদ মনসুরি। ওই মহিলার থেকেই উদ্ধার হয়েছে তরল সোনা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক দফতরের এয়ার এন্টালিজেন্স শাখার আধিকারিকরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, রাসায়নিক মিশ্রণ ব্যবহার করে সোনাকে তরলে পরিণত করে কাপড়ে লাগিয়ে নিয়ে আসা হয়েছে। কাপড় থেকে সেই তরল সোনা একত্রিত করতে সময় লাগছে। তাই ঠিক কতটা পরিমাণ সোনা উদ্ধার হয়েছে, তা এখনও জানানো হয়নি।

তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদল হয়ে যাচ্ছে পাচারের কৌশল। পাচারকারীরা পুলিশ, কাস্টমস নিরাপত্তা বাহিনীকে বোকা বানাতে অভিনব পদ্ধতি ব্যবহার করছে। তাই পাচারকারীদের বাগে আনতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন এজেন্সিগুলিকে।

Next Article