TATA Ace Pro: নতুন যুগের উদ্যোক্তাদের জন্য দারুণ অফার নিয়ে কলকাতায় হাজির হল TATA Ace Pro – Ab Meri Baari
TATA Ace Pro: টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলস এবং টিভি৯ নেটওয়ার্ক Ace Pro – Ab Meri Baari প্রচারণার মাধ্যমে ভারতের ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের ক্ষমতায়নের লক্ষ্যে অবিচল রয়েছে। নিরাপত্তা, সাশ্রয়ী এবং উদ্যোক্তা মনোভাবের প্রতীক Tata Ace Pro-এর লঞ্চের মাধ্যমে শুরু হয়েছিল এই যাত্রা। যা এসে পৌঁছেছে মহানগরী কলকাতাতেও।

Tata Motors Commercial Vehicles এবং TV9 Network-এর যৌথ উদ্যোগে শুরু হওয়া ‘Ace Pro – Ab Meri Baari’ ক্যাম্পেন দেশের প্রতিটি কোণে উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে বিজয়ী হওয়ার সুযোগ। ছোট ব্যবসায়ী, পরিবহণকর্মী, ডেলিভারি পার্টনার এবং নিরাপত্তারক্ষীদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই গাড়ি। সেই উদ্দেশ্যেই ক্যাম্পেনের নাম ‘Ab Meri Baari’- এবার আমার পালা। ইতিমধ্যেই পুণে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি, আগ্রা এবং লখনউয়ের মতো শহরে সাফল্যের সঙ্গে শুরু হয়েছে ‘Ab Meri Baari’ যাত্রা। এবার কলকাতাতেও পথে নামল Ace Pro।
এই গাড়িতে রয়েছে AIS-096 ফ্রন্টাল ক্র্যাশ প্রোটেকশন-এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য। যা ACE Pro-কে করে তোলে সবচেয়ে সুরক্ষিত মিনি ট্রাক বললেও খুব একটা ভুল বলা হয় না। তবে এত কিছু সুবিধা থাকার পরেও এই গাড়ির দাম BS6 ইঞ্জিনের গাড়িগুলির দামের মতোই।
‘Ab Meri Baari’ ক্যাম্পেইন কলকাতা চ্যাপ্টার নিয়ে Tata Motors-এর VP এবং Business Head – SCV & Pickup, পিনাকি হালদার বলেন, “আমরা খুবই উচ্ছ্বসিত কারণ আমরা BS6-পূর্ব দামের জায়গায় ফিরে এসেছি। তবে শুধু দাম নয় – নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। আর AIS-096 সার্টিফিকেশন নিশ্চিত করে যে এই গাড়িটি ওই শ্রেণির মধ্যে সবচেয়ে সুরক্ষিত।”
Ace Pro শুধু কেবল গাড়ি নয় উন্নয়নের সঙ্গী। ছোট ব্যবসায়ী এবং পরিবহণকারীদের প্রয়োজন মাথায় রেখে তৈরি এই ট্রাকের মাইলেজ দারুণ। কম খরচে চালানোর উপযোগী। সর্বোপরি Petrol, Bi-fuel এবং Electric – তিনটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে এই গাড়ি।
MoEVing-এর MD এবং CEO বিকাশ মিশ্র বলেন, “এই প্রোডাক্ট ব্যাপক জনগণের মধ্যে জনপ্রিয় হবে। এমনকি ছোট স্তরের উদ্যোক্তারাও এতে বিনিয়োগ করতে পারবেন। এর ইভি ভ্যারিয়েন্ট একবার চার্জে প্রায় ১৫০ কিমি পর্যন্ত ছুটতে পারে। যা শহরের মধ্যে দৈনন্দিন লজিস্টিকসের জন্য আদর্শ।”
Tata Capital-এর Zonal Business Head (East), বিকাশ দুবে বলেন, “প্রথমবার যারা গাড়ি কিনছেন তাঁদের জন্য আমরা এনেছি বিশেষ ঋণ প্রকল্পও। যেখানে EMI শুরু হবে মাত্র ৮৯৯টাকা থেকে। ফলে নতুন ব্যবসা শুরু করা হবে আরও সহজ।”
