কলকাতা: বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ ফের একবার পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর দুয়ারে। না, এ বার কালীঘাটে বিক্ষোভ দেখাননি শিক্ষকরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয় নবান্ন সংলগ্ন এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে নামে বিরাট পুলিশ বাহিনী। বলপ্রয়োগের মাধ্যমে বেশ কয়েকজনকে আটকও করা হয়। কিন্তু রাস্তায় শুয়েই বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা।
বেতন বৃদ্ধির দাবি নতুন নয় শিক্ষক ঐক্য মঞ্চের। এর আগেও একের পর এক কর্মসূচি তাঁরা নিয়েছেন। এ দিনও সেরকম কিছু পরিস্থিতি তৈরি হল। গতকাল সল্টলেকের বিকাশ ভবনের সামনে শিক্ষামন্ত্রী নিখোঁজ, এই দাবি তুলে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। বুধবার নবান্নের অদূরের থাকা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শিক্ষক ঐক্য মঞ্চের শিক্ষকদের বিক্ষোভের মূল কারণ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও বহু ফাইল আটক রয়েছে। যে কারণে বার্ষিক বেতন বৃদ্ধি থেকে শুরু করে একাধিক অবসরকালীন সুবিধাও তাঁরা পাচ্ছেন না। বুধবার বিক্ষোভে শামিল হন এসএসকে ও এমএসকে বিভাগের শিক্ষকেরা। এর আগেও একাধিকবার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাসে কোনও কাজ হয়নি বলেই জানাচ্ছেন বিক্ষোভকারীরা।
সাধারণত নবান্নের সামনে সর্বদাই জারি থাকে ১৪৪ ধারা। সেই এলাকায় কখনই বিক্ষোভ দেখানো যায় না বা প্রতিবাদ প্রদর্শন করা যায় না। তা সত্ত্বেও কয়েকশো শিক্ষক এ দিন বিক্ষোভ দেখাতে হাজির হন। সঙ্গে সঙ্গে এলাকায় ছুটে যায় পুলিশ বাহিনী। আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকাকে। এরপর ঘণ্টাখানেকের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যান প্রতিবাদীরা। আরও পড়ুন: আফগানিস্তানে আটকে অন্তত ২০০ বঙ্গবাসী, দ্রুত ফিরিয়ে আনতে রাজ্যের কী পদক্ষেপ? জানালেন মমতা