কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে নম্বর বাড়ার পরেও কেন ৯৫২ জনের ওএমআর শিটের তালিকায় নাম? এই অভিযোগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সাত জন শিক্ষক। ইলিয়াস বিশ্বাস সহ বাকি মামলাকারীরা প্রত্যেকেই নবম-দশমের শিক্ষক হিসেবে কর্মরত। মামলাকারীদের বক্তব্য, হাইকোর্টের নির্দেশে তাঁদের নম্বর বেড়েছে। কিন্তু তারপরও স্কুল সার্ভিস কমিশনের তরফে ৯৫২ জনের যে ওএমআর শিট প্রকাশ করা হয়েছে, তাতে তাঁদেরও নাম রয়েছে। এতে তাঁদের সামাজিক সম্মান ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ মামলাকারীদের।
মামলাকারীদের বক্তব্য, ২০১৮ সালেই কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রশ্ন ভুলের বিতর্কে তাঁরা এক নম্বর করে পেয়েছেন। এমন অবস্থায় তাঁদের অভিযোগ, এসএসসির কাছে সব তথ্য থাকা সত্ত্বেও কমিশন তা সিবিআইকে না দেওয়ার ফলেই তাঁধের হেনস্থা হতে হচ্ছে। এই সব নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। প্রসঙ্গত, এর আগে ৯৫২ জনের ওএমআর শিট সংক্রান্ত তালিকায় নাম থাকা নিয়ে শিক্ষকদের একাংশ সিবিআই ও কমিশনের কাছেও গিয়েছিলেন। সেখানেও তাঁদের বক্তব্য ছিল, কেন তাঁদের নাম সেই তালিকায় ঢুকে পড়ল?
উল্লেখ্য, কমিশনের তরফে যে ৯৫২ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে একটি জায়গায় উল্লেখ করা রয়েছে, আদালতের নির্দেশে নম্বর বাড়ার বিষয়টি। নিজাম প্যালেসে যেদিন শিক্ষকদের একাংশ দেখা করতে গিয়েছিলেন, সেদিন তাঁরা নিজেরাই সংবাদমাধ্যমের সামনে সেকথা স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু সেই কমিশনের তরফে তালিকায় রিমার্ক হিসেবে উল্লেখ করা ওই অংশটিতেও স্বস্তি পাচ্ছেন না তাঁরা। সেদিন নিজাম প্যালেসের বাইরে দাঁড়িয়ে শিক্ষকরা বলেছিলেন, “আমরা নিজেদের এলাকায় হোক বা নিজেদের স্কুলে সব জায়গা মেন্টালি হ্যারাস হচ্ছি।”
প্রসঙ্গত, এই ৯৫২ জনের তালিকায় নাম থাকা নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের কাউন্সিলর এক শিক্ষিকা। তাঁর বক্তব্য ছিল নথি যাচাই, ইন্টারভিউ এবং অন্যান্য প্রক্রিয়া মেনেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও কেন তাঁর নাম এসএসসি ওই তালিকার রাখল, সেটাই জানতে চান তিনি।