Kolkata Airport: হঠাৎ ককপিট থেকে এল বার্তা, কলকাতায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের
Kolkata Airport: রবিবার এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ বিমানের সিস্টেম প্রযুক্তিগত ত্রুটির কারণে ককপিট থেকে সঙ্কেত আসে। আর সঙ্কেত আসা মাত্রই বিমানের পাইলট কলকাতার এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

কলকাতা: ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল এয়ার ইন্ডিয়ার বিমান। টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৩৫৭ জরুরি অবতরণ করানো হল কলকাতা বিমানবন্দরে। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চলতি মাসেই আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এয়ার ইন্ডিয়ার বিমানের ২৪১ জন যাত্রী।
রবিবার এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ বিমানের সিস্টেম প্রযুক্তিগত ত্রুটির কারণে ককপিট থেকে সঙ্কেত আসে। আর সঙ্কেত আসা মাত্রই বিমানের পাইলট কলকাতার এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। বিমানে থাকা যাত্রী এবং কেবিন ক্রু মিলে ২৪১ জন ছিলেন।
সমস্ত রকম জরুরি পরিষেবা চালু করা হয় রানওয়ের ধারে। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে নামার অনুমতি দিলে বিমানটি রবিবার বিকেল ৩ টে ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে সুরক্ষার সঙ্গে অবতরণ করে। তবে বারবার রক্ষণাবেক্ষণের অভাবে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানে যান্ত্রিক ত্রুটি কেন দেখা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কয়েকদিন আগেই মুম্বই যাওয়ার পথে একটি বিমানকে জরুরি অবতরণ করাতে হয় কলকাতা বিমানবন্দরে। ২৪ ঘণ্টারও বেশি সময় বিমানটি দাঁড়িয়েছিল। পরে ছাড়া হয় সেটি।
