Weather: লেপের তলায় ঢুকবেন কবে, জানিয়ে দিল হাওয়া অফিস

Weather: কার্তিক মাস শেষ হতে আর এক সপ্তাহও বাকি নেই। তবে এখনও শীতের পোশাক বের করতে হয়নি। ভোরের দিকে তাপমাত্রা একটু কম থাকে। কিন্তু, এখনও লেপ, কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েনি।

Weather: লেপের তলায় ঢুকবেন কবে, জানিয়ে দিল হাওয়া অফিস
ফাইল ফোটো
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2024 | 4:16 PM

কলকাতা: নভেম্বরের প্রায় মাঝামাঝি। কিন্তু, ঠান্ডার যেন দেখা নেই। দুপুরে ট্রেন, বাসে ভিড়ের মাঝে এখনও শোনা যায়, অসহ্য গরম। সত্যিই তো। আর কয়েকদিন পরই অগ্রহায়ণ মাস পড়বে। এই সময় তো ঠান্ডার আমেজ থাকার কথা। কিন্তু, এবার কবে সেই ঠান্ডার আমেজ পাওয়া যাবে? অবশেষে শীতপ্রেমীদের জন্য সুখবর শোনালেন আবহবিদরা। তাঁরা জানালেন, ঠান্ডার আমেজের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

কার্তিক মাস শেষ হতে আর কয়েকদিন বাকি। আবহাওয়া অফিস জানাল, ২ দিন পর তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। আর কার্তিক মাস শেষে আরও ঠান্ডার আমেজ পাবেন বঙ্গবাসী। অগ্রহায়ণের শুরুতে কলকাতার তাপমাত্রা নেমে আসতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, পুরুলিয়ায় তাপমাত্রা হবে আরও কম। ১৪-১৫ ডিগ্রিতে নামতে পারে বাঁকুড়া-পুরুলিয়ার পারদ।

কার্তিক মাস শেষ হতে আর এক সপ্তাহও বাকি নেই। তবে এখনও শীতের পোশাক বের করতে হয়নি। ভোরের দিকে তাপমাত্রা একটু কম থাকে। কিন্তু, এখনও লেপ, কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েনি। দুপুরের দিকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকে। আর কয়েকদিন পর যে অগ্রহায়ণ মাস শুরু হবে, তা বোঝা যায় না। ঠান্ডার আমেজ কবে পাওয়া যাবে, সেই আশায় বসে শীতপ্রেমীরা। তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আবহবিদরা বলছেন, জবুথবু ঠান্ডা নয়। কিন্তু, শীঘ্রই ঠান্ডার আমেজ পাবেন শীতপ্রেমীরা।