Murshidabad: নতুন ভোটার তালিকায় নাম থাকবে বাংলাদেশি জঙ্গিরও?

Bangladeshi Militant: জেলা প্রশাসনের এক কর্তা জানান, দেশজুড়ে গত ১২ নভেম্বর থেকে ভোটার তালিকার নাম সংযোজন, নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছিল। ১২ ডিসেম্বর পর্যন্ত সেই কাজ চলছিল। শেষ দিনে ধৃত শাব শেখের ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম জমা পড়ে।

Murshidabad: নতুন ভোটার তালিকায় নাম থাকবে বাংলাদেশি জঙ্গিরও?
ভোটার তালিকায় জঙ্গির নাম?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2024 | 10:44 AM

মুর্শিদাবাদ: বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লার বাংলা টিমের সঙ্গে যোগ সূত্র মিলেছে শাদ রাডি নামে এক ব্যক্তির। তেমনটাই দাবি গোয়েন্দাদের। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাকে। অভিযুক্ত আবার মুর্শিদাবাদের নওদা এলাকার ভোটার। কিন্তু ধৃতের নাম এখনই বাদ যাচ্ছে না এ দেশের ভোটার তালিকা থেকে। নাম বাতিলে তৈরি হয়েছে জটিলতা। জানুয়ারির খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাচ্ছে না শাদ রাডি ওরফে শাব শেখের।

জানা যাচ্ছে, ধৃত বাংলাদেশি জঙ্গি হরিহরপাড়ার কেদারতলার ভোটার তালিকা থেকে নাম কাটানোর প্রক্রিয়া শুরু করেছিল। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কর্তাদের দাবি, গত ১২ ডিসেম্বর শাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জমা পড়ে বিএলওর (বুথ লেভেল অফিসার) কাছে। এরপর সেটি তদন্ত করে বুথ লেভেল অফিসার। সেই তদন্তের রিপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রোরাল রেজিস্ট্রারের কাছে জমা পড়েছে। তবে ফর্মের এখনও নিস্পত্তি হয়নি বলে জেলা প্রশাসন সূত্রের খবর।

জেলা প্রশাসনের এক কর্তা জানান, দেশজুড়ে গত ১২ নভেম্বর থেকে ভোটার তালিকার নাম সংযোজন, নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছিল। ১২ ডিসেম্বর পর্যন্ত সেই কাজ চলছিল। শেষ দিনে ধৃত শাব শেখের ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম জমা পড়ে। তবে সেটা এখনও কার্যকর হায়নি। আশঙ্কা করা হচ্ছে আগামী ৬ জানুয়ারি যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতেও শাবের নাম থেকে যাবে। তবে মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকায় শাব শেখের নাম থাকবে না বলে জানা গিয়েছে।