কলকাতা: পুরকর্মী নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিভিন্ন পুরসভার টেন্ডার কমিটির সদস্যরা। বিনা টেন্ডারে নিয়োগ দুর্নীতির বিষয়টি কেবল ইডি বা সিবিআই-এর নজরে নয়। পুর ও নগরোন্নয়ন দফতরের অভ্যন্তরীন রিপোর্টেও বিষয়টি উঠে এসেছে। অভিযোগ, প্রতিটি টেন্ডার কমিটির শীর্ষে রয়েছেন প্রভাবশালী ব্যক্তি থেকে তৃণমূলের প্রতিনিধিরাও। তাঁদের অঙ্গুলীহিলনেও অয়ন শীলের সংস্থা লাগাম ছাড়া দুর্নীতি করেছে বলে দাবি।
জানা গিয়েছে, ষাট থেকে সত্তোরটি পুরসভার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে ১৪ পুরসভা প্রাথমিকভাবে আতস কাচের তলায় রয়েছে। ইডি-সিবিআই ছাড়াও পৌর নিগম দফতর তদন্ত করে দেখেছে, টেন্ডার কমিটিগুলিই স্থির করেছে প্রতিটি সংস্থা কীভাবে কর্মী বরাত দেবে।
তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে, অয়ন শীলের সংস্থা কোনও রকম টেন্ডার ছাড়াই ঢুকে পড়েছে কর্মী বরাত দেওয়ার জন্য। আর টেন্ডার কমিটি অয়ন শীলের সংস্থাকে বছরের পর বছর বরাত দিয়েছে বলে জানা যাচ্ছে।
এই বিষয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “সব প্যারামিটার মাপা সম্ভব হয় না। আর বিতর্ক তখন হয় যখন সব আতস কাচের তলায় চলে আসে।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “অয়ন শীলের সংস্থাকে সব জায়গায় কে পৌঁছে দিয়েছে? দফতর নিশ্চয়ই এখানে যুক্ত।”