কলকাতা: দীর্ঘ ৫৬ দিন ধরে আন্দোলনে সামিল ওঁরা। উৎসবের মধ্যেও হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন। এরপর আজ (মঙ্গলবার) নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য গ্রেফতার হতেই খুশি আন্দোলনকারীরা। তাঁরা বলেছেন, ‘মানিকবাবুই তো এতদিন বলে আসছিলেন যোগ্যতা, মেধার ভিত্তিতে চাকরি হয়েছে। আজকে উনিও ওনার যথাযত যোগ্যতা ও মেধার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন।’
সদ্য পুজো শেষ হয়েছে। কিন্তু তখনও রাস্তায় ছিলেন আন্দোলনকারীরা। চাকরির দাবি জানিয়ে গিয়েছেন তাঁরা। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্তটুকু কাটানি। আজ মানিক ভট্টাচার্য গ্রেফতার হতেই মানিক ভট্টাচার্যকে প্রতীকী অসুর সাজিয়ে তাঁর নিধন করলেন চাকরিপ্রার্থীরা। এক আন্দোলনকারী বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন ২০ হাজার চাকরি হবে। কিন্তু হয়নি। কারণ মানিকবাবুর দুর্নীতি। উনি ওয়েমার সিট পুড়িয়ে দিয়েছেন। সাদা খাতা যারা জমা দিয়েছেন তাদের চাকরি দিয়েছেন। তাই আজকে আমরা অসুর নামক মানিকের নিধন করলাম।’
মানিকের গ্রেফতারিতে আন্দোলনকারীদের প্রতিক্রিয়া
এক আন্দোলনকারী জানান, ‘আমরা রীতিমত খুশি। তবে সম্পূর্ণরূপে নয়। তবে যতদিন না আমরা চাকরি হাতে পাচ্ছি ততদিন আমরা খুশি হতে পারব না। তবে আশার আলো দেখতে পাচ্ছি। একটাই কথা আমরা বারবার বলছি। আমরা যোগ্য, অথচ বঞ্চিত। আমরা টেট পাশ করে প্রতিক্ষিত হয়েও রাস্তাঘাটে পড়ে রয়েছি। কিন্তু ভুরি-ভুরি টাকার বিনিময়ে অযোগ্যরা যে চাকরি পেয়েছেন। সেই কারণে আমরা খুশি। আমাদের একটাই নিবেদন যা আমাদের প্রাপ্য তা যেন আমরা পাই।’ আর এক আন্দোলনকারী বলেন, ‘আমরা তো আশায় বুক বেঁধে দীর্ঘদিন ধরে বসে আছি। ওনার গ্রেফতারিতে একটু হয়ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাচ্ছি। মানিকবাবুই তো এতদিন বলে আসছিলেন যোগ্যতা, মেধার ভিত্তিতে চাকরি হয়েছে। আজকে উনিও ওনার যথাযত যোগ্যতা ও মেধার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন।তাই খুব স্বাভাবিকভাবেই মানুষের কাছে পরিস্কার যে উনি এই দুর্নীতির নায়ক।’
যোগ্য চাকরিপ্রার্থরা জানাচ্ছেন, তাঁরা ভিড় ট্রেনে বাদুড়ঝোলা হয়ে একবার নয় দু’বার করে পরীক্ষা দিতে গিয়েছিলেন। একবার পরীক্ষা বাতিল হয়। ফের পরীক্ষা হয়। এমনকী ইন্টারভিউও দু’বার করে দিয়েছেন বলে জানান তাঁরা। তারপরও দীর্ঘদিন ধরে হকের চাকরি দাবিতে তাঁদের ঝড়-জল-বৃষ্টির মধ্যে তাঁদের রাস্তায় বসে থাকতে হয়েছে। ফলত, মানিকের গ্রেফতারিতে একপ্রকার আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।