Kalighat: কালীঘাটে হঠাৎই মমতার ছবি হাতে চিৎকার এক তরুণীর! জানা গেল আসল পরিচয়…

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Sep 16, 2024 | 9:11 PM

Kalighat: কে এই তরুণী? তিনি বলেন, তাঁর নাম বীথিকা সরকার। তিনি হাজরায় থাকেন। তৃণমূল করেন তিনি। তবে এদিন একজন সাধারণ মেয়ে হিসাবে তিনি এসেছেন বলেও দাবি করেন। বলেন, "একটা মেয়ে হিসাবে আমি এসেছি আরেকটা মেয়ের জাস্টিসের দাবি নিয়ে। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। জাস্টিস দিতেই হবে।"

Kalighat: কালীঘাটে হঠাৎই মমতার ছবি হাতে চিৎকার এক তরুণীর! জানা গেল আসল পরিচয়...
বীথিকা সরকার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হয়েছে। সংবাদমাধ্যম উৎসুক, আন্দোলনকারীরা বেরিয়ে কী বার্তা দেন? এরইমধ্যে হঠাৎ কয়েকজনকে স্লোগান দিতে শোনা গেল ‘উই ডিমান্ড জাস্টিস’। একজন তরুণী রাস্তায় বসে। হাতে একটি পোস্টার ধরা। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

সেই ছবি তুলে ধরে ওই তরুণী বলেন, “এই হচ্ছে দিদি। ইনি সমস্ত কিছু লড়াই করে পেয়েছেন, কারও দ্বারা পায়নি। ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ হইবে না’। এটাকে বাংলাদেশ ভাবলে ভুল ভাবছেন। এখানে সকলে সমন্বয়ে থাকে। এটা কোনও বহিরাগত রং চলবে না।”

কে এই তরুণী? তিনি বলেন, তাঁর নাম বীথিকা সরকার। তিনি হাজরায় থাকেন। তৃণমূল করেন তিনি। তবে এদিন একজন সাধারণ মেয়ে হিসাবে তিনি এসেছেন বলেও দাবি করেন। বলেন, “একটা মেয়ে হিসাবে আমি এসেছি আরেকটা মেয়ের জাস্টিসের দাবি নিয়ে। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। জাস্টিস দিতেই হবে।”

Next Article