CV Ananda Bose: রাজভবন থেকে এল বড় খবর, এবার কি করবে রাজ্য?

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jul 04, 2024 | 10:28 PM

Oath taking Ceremony: অন্যদিকে রাজ‌্যপালের অবস্থান সম্পর্কে স্পিকার বলেন, "আনুষ্ঠানিকভাবে রাজভবনের তরফে আমায় কিছু জানানো হয়নি। যেমন প্রস্তুতি আছে তেমনই ব‌্যবস্থা হবে।" সূত্রের খবর, শপথ জট কাটতেই বিশেষ অধিবেশন ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

CV Ananda Bose: রাজভবন থেকে এল বড় খবর, এবার কি করবে রাজ্য?
রাজভবন।

Follow Us

কলকাতা: বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথগ্রহণ নিয়ে বিতর্ক চলছেই। ডেপুটি স্পিকারকে শপথ নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপভোটে জিতে আসার পর বাবুল সুপ্রিয়র শপথের ক্ষেত্রে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা প্রদান করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন ডেপুটি স্পিকার। জানিয়েছিলেন, স্পিকার থাকতে তিনি শপথ বাক্য পাঠ করাবেন না। এবারও সেদিকেই এগোচ্ছে পরিস্থিতি।

ডেপুটি স্পিকারের বক্তব্য, “আমি চিঠি পাইনি। আর চিঠি যদি আসেও তাহলে বলছি আমি কলকাতার বাইরে রয়েছি। কলকাতায় স্পিকার রয়েছেন, তিনি থাকতে আমি কেন? এটা আমি গ্রহণ করছি না।” অন্যদিকে রাজ‌্যপালের অবস্থান সম্পর্কে স্পিকার বলেন, “আনুষ্ঠানিকভাবে রাজভবনের তরফে আমায় কিছু জানানো হয়নি। যেমন প্রস্তুতি আছে তেমনই ব‌্যবস্থা হবে।” সূত্রের খবর, শপথ জট কাটতেই বিশেষ অধিবেশন ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

যদিও স্পিকার জানিয়েছেন, বিধানসভার হাউজ আর স্ট্যান্ডিং কমিটি মিলিয়ে যে ৪১টি কমিটি রয়েছে, তার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে ৮ জুলাই। ফলে সেই কমিটিগুলির বিষয়ে আলোচনার জন্য শুক্রবারের অধিবেশন। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যপালের উপরে শপথ নির্ভরতা কাটাতেই আগামীকালের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিধানসভা কর্তৃপক্ষের অনেকে বলছেন, অধিবেশন চললে সেখানে শপথ বাক্য পাঠ করাতে পারেন স্পিকার বা ডেপুটি স্পিকার। ফলে রাজ্যপাল নির্ভরতা কাটাতেই এই বিশেষ অধিবেশন।

Next Article