Mysterious death in Kolkata: টানা ১০ দিন নিখোঁজ, নেতাজি নগরে বাড়ির পাশের পরিত্যক্ত দোকান থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 23, 2023 | 8:42 AM

Mysterious death in Kolkata: নেতাজি নগরে বাড়ির পাশের পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ। কিন্তু, মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃদ্ধকে খুন করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Mysterious death in Kolkata: টানা ১০ দিন নিখোঁজ, নেতাজি নগরে বাড়ির পাশের পরিত্যক্ত দোকান থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার
মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: ১০ দিন আগে থেকে আর খোঁজ মেলেনি। এলাকা, আত্মীয়দের বাড়ি, আশেপাশের সমস্ত জায়গা খুঁজেও খোঁজ মেলেনি নেতাজী নগর থানার অন্তর্গত শ্রী কলোনির বাসিন্দা বিপ্লব কুমার পালের। শেষে বাধ্য হয়েই পুলিশে দ্বারস্থ হয়েছিল পরিবার। লেখা হয় নিখোঁজ ডায়রি। এদিকে পুলিশ (Kolkata Police) বাড়ির সামনের ফুটেজ দেখা থেকে শুরু করে নানা জায়গায় খোঁজ-খবর চালানো হয়। কিন্তু, বছর সত্তরের বিপ্লব পাওয়ার কোনও হদিশই পাও যায়নি। তাতেই আরও চিন্তায় পড়ে যান বৃদ্ধের ছেলে পলাশ পাল। 

এলাকায় নানা প্রান্তে বিপ্লববাবুর সন্ধান চেয়ে পোস্টারও দেওয়া হয় পরিবারের তরফে। কিন্তু, কিছুতেই কোনও কাজ হচ্ছিল। এদিকে শনিবার সন্ধ্যায় বিপ্লববাবুর বাড়ি লাগোয়া একটি পরিত্যক্ত দোকান থেকে দুর্গন্ধ বের হতে দেখা যায়। তাতেই সন্দেহ বাড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর যায় নেতাজী নগর থানায়। পুলিশ এসে ভিতরে ঢুকতেই দেখা যায় সেখানে পড়ে রয়েছে বৃদ্ধের পচা গলা মৃতদেহ। 

কিন্তু, কী করে বৃদ্ধ ওখানে গেলেন, তাঁর মৃত্যু হল কীভাবে, এর পিছনে কী রহস্য রয়েছে তা তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পুলিশ। এদিকে বিপ্লববাবুকে হারিয়ে শোকে পাথর তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু, কী করে তাঁর মৃত্যু হল সেই উত্তর নেই তাঁদের কাছেও। এর পিছনে খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Next Article