West Bengal Assembly: রাজ্যে আরও এক বিমানবন্দর, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 31, 2023 | 12:19 PM

West Bengal Assembly: সোমবার বিধানসভায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, বালুরঘাটের কাজ ইতিমধ্যেই শেষ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

West Bengal Assembly:  রাজ্যে আরও এক বিমানবন্দর, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে নতুন বিমানবন্দর
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যে একটি বিমানবন্দর। হাসিমারাতেও বিমানবন্দর তৈরি করার কথা ভাবছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, বালুরঘাটের কাজ ইতিমধ্যেই শেষ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদহে বিমানবন্দর তৈরির গতিপ্রকৃতি নিয়ে জানতে চান। সে সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান, হাসিমারাতে রাজ্য সরকারের বিমানবন্দর তৈরির ভাবনা চিন্তা রয়েছে। পাশাপাশি, কোচবিহার ও মালদহে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। অন্ডারে কার্গো এয়ারপোর্ট তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, সিভিল এভিয়েশন অর্থাৎ কেন্দ্রে অসমারিক পরিবহন মন্ত্রক যত দূর ছাড়পত্র দেবে, রাজ্যের পরিবহন ব্যবস্থা ততই দ্রুত উন্নত হবে।

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় উপস্থিত বিজেপি বিধায়কদের কাছে অনুরোধ করেন, যাতে তাঁরাও কেন্দ্রের কাছে আর্জি জানান, দ্রুত এই ছাড়পত্র দেওয়ার জন্য। পাশাপাশি বিমানে সিঙ্গল ইঞ্জিন হলে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হয়। তাঁর কথায়, “আকাশে কার কী ভাগ্যে আছে, সেটা কেউ বলতে পারে না। কেন্দ্রের উচিত ডবল ইঞ্জিন বিমান যাতে চালু করা যায়, সেদিকটা ভেবে দেখতে।” রাজ্যের বিমান পরিষেবা নিয়ে আরও তৎপর মমতা-সরকার।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের মালদহে ইংরেজবাজার বিমানবন্দরের পরে গত জুন মাসেই ওই জেলাতেই নতুন একটি বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্যের জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন।

Next Article