Sarva Shiksha Abhiyan: কেন্দ্রের কাছ থেকে বকেয়া ৯৫৫ কোটি টাকা পেল রাজ্য সরকার

Kolkata: পাঁচ মাস পরে কেন্দ্রর থেকে মিলল বকেয়া টাকা। কেন্দ্রের কাছ থেকে প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার।

Sarva Shiksha Abhiyan: কেন্দ্রের কাছ থেকে বকেয়া ৯৫৫ কোটি টাকা পেল রাজ্য সরকার
নবান্ন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2022 | 4:30 PM

কলকাতা: সর্বশিক্ষা অভিযানের (Sarva Shiksha Abhiyan) বকেয়া টাকা পেল রাজ্য। পাঁচ মাস পর কেন্দ্রর থেকে মিলল বকেয়া টাকা। কেন্দ্রের কাছ থেকে প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার।

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘আর্থিক সংকট শুধু পশ্চিমবঙ্গে নয়। দেশের অধিকাংশ রাজ্যে রয়েছেন। অনেক রাজ্যের বিপুল পরিমাণ ঋণ রয়েছে। সুতরাং এটি সর্বভারতীয় সমস্যা। অর্থের অভাব। তা তো দিয়ে দিতেই হবে।’

তবে সর্বশিক্ষা অভিযানের টাকা মিললেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন চলছে। বকেয়া টাকা পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে নবান্ন। ১০০ দিনের কাজের টাকা না পেলে জেলায়-জেলায় ক্ষোভ জন্মাবে। যার প্রভাব পড়তে পারে পঞ্চায়েত ভোট বাক্সে। সেই কারণেই আর কিছুদিনের মধ্যেই হয়ত কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করতে পারেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার মতো একাধিক জেলায় একশো দিনের কাজের ব্যাপক দুর্নীতির অভিযোগে কেন্দ্রকে একাধিক নালিশও জানিয়েছে বঙ্গ বিজেপি। এছাড়া কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও রয়েছে একাধিক অভিযোগ। এই আবহে মুখ্যসচিব জেলাশাসকদের পঞ্চায়েতের কাজে সচ্ছ্বতা রাখতে কড়া নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে অর্থাৎ কয়েকমাস আগে বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ায় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে জানিয়েছিলেন রাজ্যের প্রাপ্য প্রায় ৯৭ হাজার কোটি দিচ্ছে না কেন্দ্র। এমনকী, তার হিসাবও প্রকাশ করে এ রাজ্যের শাসকদল। এরপর আজ প্রায় পাঁচ মাস পর কেন্দ্রের কাছ থেকে সর্বশিক্ষা অভিযানের প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার।