CM Mamata Banerjee: আবাসে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের ১টি শর্ত মানবে না রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 29, 2024 | 5:10 PM

Nabanna: বস্তুত, কেন্দ্র আবাস যোজনার টাকা না দেওয়ার পরপরই ভোটের আগে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, ডিসেম্বরের মধ্যে থেকে রাজ্য সরকার এই টাকা দেবে। এমনকী একশো দিনের কাজের টাকাও দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

CM Mamata Banerjee: আবাসে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের ১টি শর্ত মানবে না রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিতর্ক বেধেছে। দুর্নীতির অভিযোগ তুলে আবাস যোজনার টাকা কেন্দ্র বন্ধ করে দেয়। কার্যত সংঘাত বাদে রাজ্যের সঙ্গে কেন্দ্রের। সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বকেয়া টাকা তিনি দেবেন। সেই মতো কাজ শুরু হয়েছে। তবে কেন্দ্রের দেওয়া একটি শর্ত মানবে না রাজ্য। জানালেন মমতা।

বস্তুত, কেন্দ্র আবাস যোজনার টাকা না দেওয়ার পরপরই ভোটের আগে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, ডিসেম্বরের মধ্যে থেকে রাজ্য সরকার এই টাকা দেবে। এমনকী একশো দিনের কাজের টাকাও দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। তবে আবাসের বকেয়া টাকা দেওয়ার পূর্বে তার আগে সমীক্ষা করবে রাজ্য সরকার আরেকবার। সেই সমীক্ষার কাজ চলছে। তারপরই রাজ্য সরকার সেই টাকা দেবে।

এরপর আজ কৃষি দফতর ও পঞ্চায়েত দফতরকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখান থেকে মমতা জানান আবাসে কেন্দ্রের শর্ত তারা মানবে না। অর্থাৎ কেন্দ্র যে সকল শর্ত আরোপ করেছিল যেমন,তিন চাকা- চার চাকার গাড়ি থাকলে আবাস যোজনার অধীনে বাড়ির জন্য টাকা পাবেন না। এমনকী কারও বাড়ির একাংশ পাকা করতে পেরেছে সেক্ষেত্রে কেন্দ্রের শর্ত ছিল পাবে না। কেউ সরকারি চাকরি করছেন তিনিও আবাস যোজনা প্রকল্পের আওতায় থাকবেন না। তবে এই সকল শর্ত এক থাকলেও যাঁরা বাড়ির একাংশ পাকা করেছেন তাঁরাও রাজ্যের টাকা পাবেন বলেন জানিয়েছেন।

 

Next Article