কলকাতা: অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন। ২৮ জানুয়ারি রবিবার হবে মাদ্রাসা শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ৩ মার্চ হবে মাদ্রাসা শিক্ষক নিয়োগের এসএলএসটি পরীক্ষা। এই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। সূত্রের খবর, প্রায় সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করে বসেছিলেন। কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কোনও রকম তারিখ প্রকাশ করছিল না মাদ্রাসা সার্ভিস কমিশন। এই খবরই সম্প্রচার করে টিভি ৯ বাংলা। দেখা গেল কয়েকদিনের মাথায় পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির টেট পরীক্ষা হবে। সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এছাড়াও, পঞ্চম থেকে অষ্টম-এর জন্য রাজ্য স্তরের টেট পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। টেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড মিলবে কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com থেকে। ২৩ জানুয়ারি থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। এর পাশাপাশি কমিশনের পক্ষ থেকে একটি হেল্প-লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও রকম অসুবিধায় ৯৮৭৪৩৫৫১১২ নম্বরে পরীক্ষার্থীরা ফোন করতে পারবেন। এছাড়়াও সাহায্যের জন্য helpdesk@wbmsc.com ইমেল আইডি দেওয়া হয়েছে।
অপরদিকে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ৩ মার্চ ২০২৪ (রবিবার)। পরীক্ষা দুটি চলবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অপরটি দুপুর আড়াইটে থেকে শুরু হবে বিকেল ৪টে পর্যন্ত। অ্যাডমিট কার্ড কমিশনের www.wbmsc.com ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও এসএলএসটি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মাদ্রাসা শিক্ষা কমিশন জানিয়েছে সর্বশেষ তথ্য়ের জন্য ওয়েবসাইট দেখতে।