ভয় ধরাচ্ছে সেই উত্তর ২৪ পরগনা, শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ১২ জনের, দেখে নিন আপনার জেলার পরিস্থিতি

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 16, 2021 | 12:03 AM

Corona: রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৭০৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৪৮ জন কমে হয়েছে ১০ হাজার ৩০।

ভয় ধরাচ্ছে সেই উত্তর ২৪ পরগনা, শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ১২ জনের, দেখে নিন আপনার জেলার পরিস্থিতি
ছবি-টুইটার

Follow Us

কলকাতা: দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা কমল, সেই সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণও কমে এল রাজ্যে। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ-সহ নদিয়া মৃত্যু বাড়ল অনেকটাই। যা রীতিমতো উদ্বেগের। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমণের ছবিটা যে কে সেই। দক্ষিণবঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও একই হারে ছড়াচ্ছে করোনা। তবে উত্তরবঙ্গের নীচের দিকে ও মধ্যবঙ্গের জেলায় সংক্রমণের নিম্নমুখী হার কিছুটা স্বস্তি দিচ্ছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৭০৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৪৮ জন কমে হয়েছে ১০ হাজার ৩০। সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ১২৪ টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা রাজ্যে। করোনা পজিটিভিটি রেট ১.৫৬ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় ১৯ সুস্থ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২। মৃত্যু: শনিবার-৩, রবিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার- ।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৩ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: শনিবার-০ রবিবার-১ ।

কলকাতা– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-২।

Next Article