কলকাতা: ২০১০ সালের পরে পাওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আর আদালতের এই নির্দেশের পরই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে অনিশ্চয়তার মেঘ। শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে ওবিসি সংরক্ষণে ভর্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে চলেছে। কোন শংসাপত্রের ভিত্তিতে এবারের ওবিসি কোটায় ভর্তি হবেন পড়ুয়ারা তা নিয়ে প্রশ্ন ছাত্র ছাত্রীদের। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ভেবে কূলকিনারা পাচ্ছেন না।
এদিকে ওবিসি সংরক্ষণ নিয়ে শঙ্কায় আপাতত বন্ধ ডব্লুবিসিএসের পরীক্ষা। এখনও কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়নি রাজ্য। কীসের ভিত্তিতে এবার ওবিসি সংরক্ষণে পড়ুয়ারা ভর্তি হবেন তা নিয়ে কেউই সে অর্থে দিতে পারছেন না সদুত্তর।
জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “হাইকোর্ট একটা রায় দিয়েছে। বেশ কিছু সার্টিফিকেট বাতিল বলেছে। অথচ কোথাও কোনও নির্দেশিকা নেই যে কাদের সার্টিফিকেটকে ওবিসি হিসাবে গ্রাহ্য করা হবে। রাজ্য কোনও গাইডলাইন এখনও দেয়নি। এটা না পেলে আগামিদিনে ওবিসি ক্যাটাগরিতে ভর্তি আটকে যাবে।”
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে বলেন, “আমাদের পোর্টালে এটা জানিয়ে দেওয়া হবে। দু’এক দিনের মধ্যেই জানা যাবে। আর আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, এই রায় আমরা মানি না, আমরা উচ্চতর আদালতে যাব।”