Weather News: চৈত্রেই চল্লিশ, বাংলার কোন কোন জেলায় থাকছে তাপপ্রবাহের সতর্কতা

Kaamalesh Chowdhury | Edited By: জয়দীপ দাস

Apr 11, 2023 | 10:00 PM

Weather News: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যে দিনের তাপমাত্রা বাড়তেই থাকবে। আবহাওয়া থাকবে মোটের উপর শুষ্কই।

Weather News: চৈত্রেই চল্লিশ, বাংলার কোন কোন জেলায় থাকছে তাপপ্রবাহের সতর্কতা
তাপপ্রবাহের পরিস্থিতি।

Follow Us

কলকাতা: চৈত্রেই চল্লিশ। বর্ধমানে চল্লিশ ছুঁয়ে ফেলল পারদ। চল্লিশের চৌকাঠে বাঁকুড়া, সল্টলেকের তাপমাত্রা। ৩৯ ডিগ্রির গরম দমদমে। মরসুমে প্রথমবার ৩৮ পার কলকাতার (Kolkata)। এপ্রিলের শুরু থেকেই গোটা রাজ্যে দাপট বাড়াতে শুরু করেছিল গরম। বিগত কয়েকদিন ধরে একাধিক জেলায় তা একেবারে মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার কৃষ্ণনগরে (Krishnanagar) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে তা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসের পারা পেরিয়ে যায়। হাওড়ায় (Howrah) ৩৮.৫। মেদিনীপুরে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। 

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যে দিনের তাপমাত্রা বাড়তেই থাকবে। আবহাওয়া থাকবে মোটের উপর শুষ্কই। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। এদিন রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের পারা পেরিয়ে গিয়েছে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ১৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এটা চলবে বলে জানা যাচ্ছে। আগামী ৫ দিন কার্যত বৃষ্টিহীন থাকবে গোটা রাজ্য।

তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলা ও কলকাতাতে। এদিকে আবহাওয়া দফতর আগেই পুর্বাভাসে জানিয়েছিল ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। সেই মতো ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ চড়ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। প্রবল গরমে নাজেহাল জেলার মানুষ। এদিকে শুধু বাংলা নয়, তাপপ্রবাহ চলছে গোটা দেশেই। তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে কী কী করা উচিত সে বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

Next Article
Indian Railway: বয়স্ক যাত্রীদের জন্য ট্রেনে লোয়ার বার্থের টিকিট পাচ্ছেন না? কী করবেন
Ayan Sil: ছেলের বান্ধবীর বাবা সরকারি আধিকারিক, অয়ন শীলের টেন্ডারের পিছনে কার কারসাজি?