কলকাতা : মহার্ঘভাতা বা ডিএ(DA) সরকারি কর্মচারীদের অধিকার। আরও একবার স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্য সরকারের দাখিল করা পিটিশনের শুনানিতে আজ বিচারপতি হরিশ ট্যান্ডনের পর্যবেক্ষণ, ডিএ পাওয়ার অধিকার নিয়ে কোনও বিতর্ক নেই। আগামীকাল মামলার শুনানি শেষ হওয়ার সম্ভাবনা।
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ২০২০ সালের মধ্যে দিতেই হবে, এই নির্দেশের পর রাজ্য নতুন করে রিভিউ পিটিশন দাখিল করে। সেই মামলার শুনানিতে আজ রাজ্য জানায়, রাজ্য অনুযায়ী আলাদা আলাদা ডিএ দেওয়ার আইনি অধিকার আছে। কারণ বিভিন্ন রাজ্যে জীবনযাত্রার খরচ বিভিন্ন।
রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “রাজ্য সরকারি কর্মচারী আইন অনুযায়ী দেশের যেকোনও জায়গায় কর্মচারীদের জন্য সম আইন প্রযোজ্য। রাজ্য যদি আইএএস বা আইপিএসদের ক্ষেত্রে বেতনে বৈষম্য না করে তাহলে রাজ্যের কর্মচারীদের জন্য তা কেন প্রযোজ্য হবে?”
আর এক আইনজীবী কল্লোল বসু বলেন, “সংবিধানে বলা আছে রাজ্য রোল মডেল অফ এমপ্লয়ি। তারা কীভাবে কর্মচারীদের সঙ্গে এই বিরূপ আচরণ করতে পারে?”
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ ২০১৬ সালে ডিএ মামলা করেছিল। মামলা কখনও স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল(স্যাট) থেকে হাইকোর্টে এসেছে। কখনও হাইকোর্ট থেকে ট্রাইবুনালে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কম হওয়া নিয়ে সরব হয়েছে সরকারি কর্মী সংগঠন।
২০১৮ সালের ৩১ অগস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানায়, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। এর আগে ট্রাইবুনালে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, ডিএ কর্মীদের অধিকার নয়। তা রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। স্যাট-ও রাজ্যের যুক্তিতে সিলমোহর দিয়েছিল। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় কর্মী সংগঠন।
আরও পড়ুন : CM Mamata Banerjee: ইউক্রেন ফেরত পড়ুয়ারা কে কোথায় পড়বেন ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি দুই শ্রমিককেও