Heat Wave in Bengal: বৃষ্টিতে নেই স্বস্তি, বুধবার পর্যন্ত ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

Heat Wave in Bengal: ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৭ জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতা ও উপকূলবর্তী এলাকায় থাকবে ভ্যাপসা গরম।

Heat Wave in Bengal: বৃষ্টিতে নেই স্বস্তি, বুধবার পর্যন্ত ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
তাপপ্রবাহের সতর্কতা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 2:35 PM

কলকাতা: উত্তরে স্বস্তি, দক্ষিণে অস্বস্তি। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতার (Heat Wave Warning) মেয়াদ আরও বাড়াল আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত ৭ জেলা তাপপ্রবাহের কবলে থাকার আশঙ্কা। এরমধ্যে বেশিরভাগই পশ্চিমের জেলা বলে জানা যাচ্ছে। উপকূলীয় জেলায় ভ্যাপসা গরমের দাপট থাকবে। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাতে অস্বস্তি থেকে রেহাই মিলবে না বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে (North Bengal) আবার অঝোর ধারায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা উত্তরবঙ্গে। 

রবিবার থেকে ১৫ জুন পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। সোমবার থেকে ১৫ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ে। ১৫ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবারে মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

এদিকে শুক্রবার বিকালে ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাতে। এক ধাক্কায় কলকাতায় ১০ ডিগ্রি পর্যন্ত পারাপতন দেখতে পাওয়া যায়। শনিবার সকাল থেকেই তিলোত্তমার বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশের দেখা মেলে। কলকাতায় এদিনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯৬ শতাংশের আশেপাশে।