Rohit Sharma-Yashasvi Jaiswal: তিনটি মিস! ওপেনিং পার্টনারের উপর চূড়ান্ত ক্ষুব্ধ রোহিত শর্মা…
India vs Australia Boxing Day Test: তিনটি পজিশন, তিনটি মিস। এর মধ্যে রয়েছে মার্নাস লাবুশেনেরও উইকেট। শুরুতে উসমান খোয়াজার ক্যাচ ফসকেছিলেন যশস্বী। লেগ গালিতে যশস্বী যেন প্রত্যাশাই করেননি ক্যাচ আসতে পারে। হাতে লাগলেও আটকায়নি। সবচেয়ে অস্বস্তি লাবুশেনের ক্যাচটি নিয়েই।
ক্যাচেস উইন ম্যাচেস। ক্যাচ মিস, ম্যাচ মিস। এগুলো যেমন সত্যি তেমনই আরও একটা প্রবাদ ভুললেও চলবে না। যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়! যশস্বী জয়সওয়ালের সঙ্গে যেন তেমনই হল। যার ফলে বেশ চাপে ভারত। তিনটি পজিশন, তিনটি মিস। এর মধ্যে রয়েছে মার্নাস লাবুশেনেরও উইকেট। যিনি হাফসেঞ্চুরি পেরিয়ে গিয়েছেন। শুরুতে উসমান খোয়াজার ক্য়াচ ফসকেছিলেন যশস্বী। লেগ গালিতে যশস্বী যেন প্রত্যাশাই করেননি ক্যাচ আসতে পারে। হাতে লাগলেও আটকায়নি। সবচেয়ে অস্বস্তি লাবুশেনের ক্যাচটি নিয়েই।
ভারতীয় টিমে সকাল থেকে আনলাকি বোলার বলা যায় আকাশ দীপকে। তাঁর নামের পাশে উইকেট থাকতেই পারত। স্লিপে ফিল্ডিং করছিলেন যশস্বী। থার্ডস্লিপে মার্নাস লাবুশেনের ক্যাচ ফসকান যশস্বী। সে সময় ৪৬ রানে ব্যাট করছিলেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল। মার্নাসের উইকেট পাওয়া মানে প্রতিপক্ষকে অলআউট করার দিকে আরও এক ধাপ এগনো। স্বাভাবিক ভাবেই তাঁর উপর চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন রোহিত শর্মা।
এই খবরটিও পড়ুন
এখানেই শেষ নয়। মার্নাস লাবুশেনের সঙ্গে ক্রিজে ক্রমশ জুটি গড়ছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন। এ বারও যশস্বী। কঠিন হলেও হাতে বল জমাতে পারেননি। তিনটি ক্যাচ মিসে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। চা বিরতিতে ৬ উইকেটে ১৩৫ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে লিড ২৪০ রানের। লাবুশেন ৬৫ রানে ক্রিজে। সঙ্গে কামিন্স ২১। এই জুটিটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, ভারতীয় শিবিরের অস্বস্তিও।
Not his day today. Jaiswal can make it up with the bat. pic.twitter.com/aVyjvpjP28
— Silly Point (@FarziCricketer) December 29, 2024