Murshidabad: ‘ড্রাইভারকে বলি আরও জোরে চালাও…’, পর পর বিকট শব্দ হতেই ঘুম উড়ে গেল তৃণমূল নেতার
Murshidabad: জিজ্ঞাসাবাদ করা হয় পাপাইকেও। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ আছে কিনা, নাকি কোনও পুরনো শত্রুতা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। যদিও ঘটনার পিছনে কার হাত বুঝতে পারছেন না পাপাই নিজেও।
মুর্শিদাবাদ: গুলি চলল বহরমপুরে। যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে দু’ রাউন্ড গুলি ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহরে। শনিবার মধ্যরাত মুর্শিদাবাদে বহরমপুরের কাশিমবাজার রিংরোড সংলগ্ন এলাকায় বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে প্রতিদিনের মতো শনিবারও রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা পাপাই ঘোষ। রাস্তাতেই রিংরোড সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে বেরিয়ে আসেন আশপাশের লোকজন। যদিও ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর যায় পুলিশ। ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় এলাকার লোকজনকে।
এই খবরটিও পড়ুন
জিজ্ঞাসাবাদ করা হয় পাপাইকেও। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ আছে কিনা, নাকি কোনও পুরনো শত্রুতা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। যদিও ঘটনার পিছনে কার হাত বুঝতে পারছেন না পাপাই নিজেও। বলছেন, “আমি তো এলাকায় এমনি বাইক নিয়েও ঘুরি। কিন্তু, চারচাকাতে থাকার পরেও এমনটা হবে ভাবতে পারিনি। প্রথমে এক রাউন্ড, তারপর আরও এক রাউন্ড গুলি চালায়। বিকট শব্দও হয়। ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। শত্রু তো অনেক আছে। কারা করেছে বুঝতে পারছি না।”