Sandeshkhali: ‘এখানে অনেক টাকার খেলা হয়েছে, তবে আমি সব ভুলে গিয়েছি’, সন্দেশখালিতে গিয়ে বললেন মমতা
Sandeshkhali: একাধিক প্রকল্পের ঘোষণা করলেন, 'মা-বোনেদের' কল্যাণার্থে একাধিক প্রকল্পের সুবিধা প্রদানেরও ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নাম না করে তুলে আনলেন সন্দেশখালি-'আন্দোলনের' প্রসঙ্গও।
সন্দেশখালি: চলতি বছরের শুরুর দিক। বিক্ষোভের আগুনে কার্যত জ্বলে উঠেছিল সন্দেশখালি। নারী নির্যাতন, জমি দখল-সহ এক গুচ্ছ অভিযোগ তুলে ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে রাস্তায় নেমেছিলেন সন্দেশখালির শয়ে শয়ে মহিলা। সমস্ত ‘সন্ত্রাসের’ নেপথ্যে উঠে এসেছিল শেখ শাহজাহান, শিবু হাজরা-সহ একাধিক স্থানীয় তাবড় তৃণমূল নেতার নাম। কয়েক মাস ধরে চলেছিল সেই পর্ব। এখন সন্দেশখালি শান্ত-থমথমে। এক বছর পর সেই সন্দেশখালিতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রকল্পের ঘোষণা করলেন, ‘মা-বোনেদের’ কল্যাণার্থে একাধিক প্রকল্পের সুবিধা প্রদানেরও ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নাম না করে তুলে আনলেন সন্দেশখালি-‘আন্দোলনের’ প্রসঙ্গও। তিনি বললেন, ” জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে। দেখলেন তো সবই ভাওতা। যা হয়েছে, হয়েছে, আমি ভুলে গেছি। মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালির মেয়েরা এক নম্বর স্থানে আসুক।”
নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে সন্দেশখালির মহিলারা ঝাঁটা-লাঠি হাতে পথে নামেন। দিল্লি থেকে প্রতিনিধি দল যায়। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি, হাইকোর্টে মামলা, ১৪৪ ধারা জারি, বাহিনী মোতায়েন-এ সব অধ্যায় পেরিয়েও গত লোকসভা নির্বাচনে সন্দেশখালিতে ঘাস ফুলই ফোটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক্ষেত্রে অনেকটাই কাজ করে থাকতে পারে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিয়ো। (যে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে যখন তোলপাড় বাংলা, তখন এক সেখানকারই এক বিজেপি নেতার স্বীকারোক্তি ছিল, টাকা দিয়ে নির্যাতনের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। আর ঠিক এই বিষয়টিকেই হাতিয়ার করেছে তৃণমূল।
একবছর পর সন্দেশখালির মাটিতে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন, “এখানে অনেক টাকার খেলা হয়েছে।” এলাকার মহিলাদের উদ্দেশে বলেন, “সকলে মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। যা হয়েছে, হয়েছে, আমি ভুলে গেছি। মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালির মেয়েরা এক নম্বর স্থানে আসুক।”