Earthquake: জোড়া ভূমিকম্প মায়ানমারে, ঘনঘন আফটারশক, মৃত কমপক্ষে ১০
Earthquakes: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ১১টা ৫০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২।

মায়ানমার: থরথরিয়ে কেঁপে উঠল সবকিছু। ভেঙে পড়ল একের পর এক বাড়ি। মায়ানমারে জোড়া ভূমিকম্প। সেই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠল বাংলাও। জানা গিয়েছে, শুক্রবার সকালে মায়ানমারে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। মায়ানমারে ইতিমধ্য়েই আফটারশকও অনুভূত হচ্ছে। কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ১১টা ৫০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২।
এরপর ১২টা ২ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭।
BREAKING: Closeup video shows the moment skyscraper collapses in Bangkok, Thailand from powerful earthquake.pic.twitter.com/IKhRrecvQc
— AZ Intel (@AZ_Intel_) March 28, 2025
জোরাল এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। ভেঙে পড়েছে ব্রিজ। মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির আন্দাজ করার চেষ্টা চলছে। আফটার শক হচ্ছে মায়ানমারে। ১২টা ৫৭ মিনিটে ৫ মাত্রার কম্পন অনুভূত হয় সেখানে।
🚨 7.7 Magnitude Earthquake Hits Mandalay, Myanmar
Multiple buildings destroyed in devastating quake.#Myanmar #Earthquake #แผ่นดินไหว pic.twitter.com/fgQTBlUqjw
— Weather Monitor (@WeatherMonitors) March 28, 2025
ভূমিকম্পের ব্য়াপক প্রভাব দেখা গিয়েছে থাইল্যান্ডেও। সেখানেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। ব্যাঙ্ককে ভেঙে পড়েছে নির্মীয়মাণ বহুতল। ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ৪৩ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোরেল পরিষেবা। জলোচ্ছাস দেখা গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও।
Small earthquake in 🇹🇭 pic.twitter.com/bYtgRK9c8S
— Alex MacGregor (@alexmacgregor__) March 28, 2025
এদিকে, বাংলাতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে ভূমিকম্প অনুভব হয়েছে।
অন্যদিকে, মেঘালয়ের গারো পাহাড়ে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দুপুর ১টা ৩ মিনিটে। মনে করা হচ্ছে, মায়ানমারের ভূমিকম্পের প্রভাবেই এই ভূমিকম্প হয়েছে।
A powerful earthquake, registering a magnitude of 7.7 on Richter scale, struck with its epicenter near Mandalay, Myanmar. This significant seismic event resulted in damage, including the collapse of sections of the old Sagaing Bridge.
pic & video crd#WhatsHappeningInMyanmar pic.twitter.com/nhVUbLNJiW
— Lim in Black & Blue Safe Zones 🖤💙 (Rest) (@jefflovelim) March 28, 2025
মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের নাগরিকদের সুরক্ষা প্রার্থনা করেছেন তিনি। একইসঙ্গে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বিদেশমন্ত্রককে যোগাযোগ করতে বলেছেন তিনি। দুই দেশেই অবস্থিত ভারতীয় দূতাবাসকে প্রস্তুত থাকতে বলেছেন।
কেন এত ভয়ঙ্কর কম্পন অনুভূত হল?
১২টা ২ মিনিটে মায়ানমারের মান্দালয় থেকে ৯০ কিমি দূরে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি নীচে কম্পনের কেন্দ্র ছিল। যেহেতু ভূপৃষ্ঠের এত কাছে, অগভীর কম্পনের উৎসস্থল ছিল, তাই মাটির উপর ধাক্কা অনেক বেশি অনুভূত হয়েছে।
জানা গিয়েছে, এখানে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নীচে ঢুকে গিয়েছে। দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণে শক্তি জমা হচ্ছে ভূগর্ভে। সেই শক্তিই ভূমিকম্প রূপে বেরিয়ে এসেছে।





