Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee in Oxford: ‘রাজ্যকে ঋণের ফাঁদে জড়িয়ে আমার হাতে তুলেছিল’, লন্ডন থেকেই বাংলার বামেদের আক্রমণ মমতার

Mamata Banerjee in Oxford: কেন্দ্রের ছাড়পত্র নিয়েই লন্ডনে সফরে গিয়েছেন তিনি। সেই নিরিখে বলা যেতে পারে, ব্রিটিশ ভূমে আপাতত ভারতের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই প্রতিনিধিরই ভাষণপর্বে চড়ল রাজনৈতিক রঙ।

Mamata Banerjee in Oxford: 'রাজ্যকে ঋণের ফাঁদে জড়িয়ে আমার হাতে তুলেছিল', লন্ডন থেকেই বাংলার বামেদের আক্রমণ মমতার
অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: facebook
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 12:50 PM

লন্ডন: লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল তাঁর সফরের অন্যতম কর্মসূচি। যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেই দেশে পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজেই ছিল মমতার ভাষণ পর্ব।

কেন্দ্রের ছাড়পত্র নিয়েই লন্ডনে সফরে গিয়েছেন তিনি। সেই নিরিখে বলা যেতে পারে, ব্রিটিশ ভূমে আপাতত ভারতের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই প্রতিনিধিরই ভাষণপর্বে চড়ল রাজনৈতিক রঙ। প্রায় আট হাজার কিলোমিটার দূর থেকেই বাংলার বামেদের আক্রমণ করলেন তিনি।

এদিন মমতার ভাষণপর্বেই রাজ্যের বেকারত্ব, আরজি কর-সহ একাধিক ইস্যু নিয়ে সেই সভাকক্ষে বিক্ষোভ করতে দেখা যায় বাম ছাত্র পরিষদ SFI-এর ব্রিটেন শাখাকে। মুখ্যমন্ত্রী সংযত থেকে তাদের উত্তর দিলেও, পাল্টা তাঁর বিরুদ্ধে স্লোগান, প্রতিবাদ, এমনকি মিথ্যাচারের অভিযোগ তোলেন পড়ুয়ারা। অবশ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা কেউই বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়া নয়।

উল্লেখ্য, লন্ডনে অক্সফোর্ড সভাকক্ষে উত্তেজনা যখন তুঙ্গে সেই সময় মমতা বিক্ষোভকারীদের নিশানা করে বলেন, ‘আপনারা আপনাদের পার্টিকে মজবুত করুন। যাতে ওরা আমার সঙ্গে লড়তে পারে।’ কিন্তু তারপরেও স্লোগান না থামলে, মুখ্যমন্ত্রী বামেদের সঙ্গে সংঘর্ষে তার মাথা ফেটে যাওয়ার একটি ছবি তুলে ধরে বলেন, ‘আপনাদের নেতারা তো আমাকে মেরেই ফেলছিল।’

এরপরই আবার যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎকারে বসেন মমতা। সেই সময় তাঁকে রাজ্যের অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলায় এখনও বামেদের ল্যাজটা ফুরোয়নি। তারা কাজ না করে শুধুই ঋণ নিয়েছে। তাই আমরা এখনও ঋণের ফাঁদে পড়ে রয়েছি। তাছাড়াও ওদের সময় রাজ্যে কোনও FRBM ব্যবস্থা ছিল না। কিন্তু আমরা ক্ষমতায় এসেই তা শুরু করেছি। যার মাধ্যমে প্রয়োজন ছাড়া কোনও দফতর ঋণ তুলতে পারবে না।’

বামেদের আক্রমণ করেই কিন্তু ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী। এরপর কেন্দ্রের বিরুদ্ধে GST-বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, ‘বর্তমানে দেশে একটাই শুল্ক, তা হল GST। কিন্তু সেখানেও কেন্দ্র আমাদের প্রাপ্য দিচ্ছে না।’