Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eid: রাস্তায় নমাজ পড়লেই বাতিল হবে পাসপোর্ট-লাইসেন্স! ইদের আগেই কড়া নিয়ম

Namaz: পুলিশ সুপারিন্টেন্ডেন্ট আয়ুষ বিক্রম সিং বলেন যে ইদের প্রার্থনা স্থানীয় মসজিদ বা নির্দিষ্ট ইদগাহেই করতে হবে। রাস্তায় নমাজ পড়া যাবে না।

Eid: রাস্তায় নমাজ পড়লেই বাতিল হবে পাসপোর্ট-লাইসেন্স! ইদের আগেই কড়া নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 12:23 PM

লখনউ: যত্রতত্র পড়া যাবে না নমাজ। ইদ ও রমজানের শেষ শুক্রবারের আগে এল বড় নির্দেশ। রাস্তায় নমাজ পড়লেই পেতে হবে কড়া শাস্তি, আইনি পদক্ষেপও করা হবে তাদের বিরুদ্ধে। এমনকী পাসপোর্ট বাতিল বা ড্রাইভিং লাইসেন্সও বাতিল করে দেওয়া হবে।

উত্তর প্রদেশে রমজানের আগেই নমাজ পড়া নিয়ে জারি হল কড়া নিয়ম। মিরাট পুলিশ কড়া নির্দেশ জারি করেছে। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট আয়ুষ বিক্রম সিং বলেন যে ইদের প্রার্থনা স্থানীয় মসজিদ বা নির্দিষ্ট ইদগাহেই করতে হবে। রাস্তায় নমাজ পড়া যাবে না।

ইতিমধ্যেই পুলিশ জেলা স্তরে ও স্থানীয় অঞ্চল ভিত্তিক থানাগুলির সঙ্গে বৈঠক করেছে। রাজনৈতিক দলগুলির থেকেও পরামর্শ নেওয়া হয়েছে। ইদ ঘিরে যাতে কোনও ধরনের ধর্মীয় বা সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি না হয়, তার জন্যও পদক্ষেপ করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, যদি কেউ ভুয়ো তথ্য রটায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

রাজ্যে নিরাপত্তা বাড়াতে প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবুলারি ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে। বিভিন্ন জেলায় টহল দেওয়া হচ্ছে। বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখানে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ থাকবে। কড়া নজরদারি চালানো হবে।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক দলের নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেন, “যদি কারোর বিরুদ্ধে মামলা দায়ের হয়, তবে তাদের পাসপোর্ট ও লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। নতুন পাসপোর্ট পেতেও সমস্যা হবে কারণ কোর্ট থেকে নো অবজেকশন সার্টিফিকেট জোগাড় করতে হবে।”