Rain Forecast: রোদ দেখে ভুল বুঝবেন না! ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে
Rain Forecast: বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে।

কলকাতা: ফের ঝলমল করছে রোদ। সকাল থেকেই মুখে হাসি আকাশের। যদিও হাওয়া অফিস বলছে, এই হাসি বেশিক্ষণ টিকবে না। এদিন সব জেলার বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। দক্ষিণবঙ্গে উপকূলের ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইবে।
বুধবাররের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।
বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।
