Kali Puja: ভিন রাজ্য থেকে হাজার হাজার ভক্তের ঢল, ভবতারিণী দর্শনে সকাল থেকেই মানুষের ঢল দক্ষিণেশ্বরে

Shrabanti Saha | Edited By: জয়দীপ দাস

Nov 12, 2023 | 9:41 AM

Kali Puja: এদিন সকাল ৬টার কিছু থেকেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা। শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষেরা এদিন এসেছেন এমনটা নয়, ভক্ত সমাগম হয়েছে ভিন রাজ্য থেকেও। পুজো দিতে পড়েছে দীর্ঘ লাইন।

Kali Puja: ভিন রাজ্য থেকে হাজার হাজার ভক্তের ঢল, ভবতারিণী দর্শনে সকাল থেকেই মানুষের ঢল দক্ষিণেশ্বরে
সকাল থেকেই মানুষের ঢল
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: কালীপুজোয় মাতোয়ারা বঙ্গবাসী। সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দিতে লম্বা লাইন মানুষের। মানুষের ঢল নেমেছে দক্ষিণেশ্বরেও (Dakshineswar)। জয় মা কালী, চারদিকে শুধু এই একটাই আওয়াজ ধ্বনিত হচ্ছে। ঘুরছে মানুষের মুখে মুখে। সাধারণ মানুষ মনে করেন এদিন দক্ষিণেশ্বরের ভবতারিণী দেবী কালি করুণাময়ীরূপে মর্ত্যে নেমে আসেন। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হন। ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এদিন সকাল ৬টার কিছু থেকেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা। শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষেরা এদিন এসেছেন এমনটা নয়, ভক্ত সমাগম হয়েছে ভিন রাজ্য থেকেও। পুজো দিতে পড়েছে দীর্ঘ লাইন।

এদিন দক্ষিণেশ্বরে পুজো দেওয়া আসলে সৌভাগ্যেরই স্বরূপ বলে মনে করেন অনেকে। এই একটা দিন দক্ষিণেশ্বরে পুজো দিতে মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ ভক্তেরা। এক ভক্ত তো মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়েই বললেন, আমি প্রতি বছরই আসি। কালীপুজোর দিন এখানে পুজো দিতে পারা তো ভাগ্য়ের ব্যাপার। এদিন এখানে পুজো দিলে মনে একটা আলাদা শান্তি পাই। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন ভাল থাকে। অন্ধকার সরিয়ে আলোয় ভরে উঠুক সকলের জীবন। 

প্রসঙ্গত, কোভিডকালে দীর্ঘ সময় বন্ধ ছিল দক্ষিণেশ্বরের কালী মন্দিরের দরজা। করোনাকালের পর থেকেই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বলবৎ করা হয়েছে। সেই নিয়মও এখনও জারি রয়েছে। সূত্রের খবর, দক্ষিণেশ্বর মন্দিরে এখন আর মোবাইল ফোন নিয়ে মন্দিরে আসা যায় না। তবে গত বছর ফুল নিয়ে আসা বন্ধ থাকলেও এবার ফুল নিয়ে আসছেন ভক্তরা। এদিন বেলা দু’টো নাগাদ করা হবে ভোগের আয়োজন। তখন পুজো দেওয়া কিছু সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। বিকালে ফের খুলবে দরজা। 

Next Article