কলকাতা: দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে হুমকি ফোনের অভিযোগ উঠল। বিধায়কের দাবি, প্রাইভেট নম্বর থেকে ওই হুমকি ফোনটি তাঁর কাছে আসে।
উদয়ন গুহ অভিযোগ করেন, একটি প্রাইভেট নম্বর থেকে তাঁর কাছে হুমকি ফোন আসে। এই হুমকি ফোনটি মূলত বিএসএফ সংক্রান্ত ইস্যু নিয়ে বিধানসভায় সরব হওয়ার কারণেই করা হয়েছে বলে উদয়নের দাবি।
দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বিধানসভায় সাংবাদিক বৈঠক করে বলেন, “ভারতীয় সীমান্তের ১৫০ গজ ভিতরে কাঁটা তারের বেড়া। ভারত তার নিজের জায়গা ছেড়ে কাঁটা তারের বেড়া দিচ্ছে। যত জুলুম ভারতীয়দের ওপর। বিএসএফের কী জুলুম আমরা জানি। আমরা যারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করি, আমরা জানি। আমাদের পর্যন্তও ছাড়ে না ওরা। গাড়ি আটকে নানা প্রশ্ন করে বিব্রত করে। সাধারণ মানুষও ওপরেও ওদের অত্যাচার বাড়বে।”
একই সঙ্গে উদয়ন গুহর বক্তব্য ছিল, “১০ টি জেলার ৬৫টি ব্লক বিএসএফ-এর অধীনে রয়েছে। ওদের অত্যাচার যে দেখেনি, সে জানে না। সাতটি জেলা শহরকে বিএসএফ-এর অধীনে নিয়ে আসার চক্রান্ত চলছে। এখানে সাম্রাজ্যবাদের দালাল, সাম্প্রদায়িক শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে। বাংলার ক্ষেত্রে ১৫ কিলোমিটারকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হচ্ছে। নিজেদের শাসন যেখানে আছে, সেখানে এলাকা কমানো হচ্ছে।” একই সঙ্গে উদয়ন গুহ অভিযোগ তোলেন, বিএসএফের পুরুষ জওয়ানই মেয়েদের তল্লাশি চালায়। ছেলের সামনে বাবাকে কান ধরে ওঠবস করায়। এই নিয়ে তুমুল হইচইও হয় বিধানসভার অধিবেশনে। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিনহাটার বিধায়ক।
এই বিএসএফ ইস্যুকে কেন্দ্র করে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে কেউ ফোন করেছে বলে দাবি করেন উদয়ন গুহ। হিন্দি ভাষায় তাঁকে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। উদয়ন গুহ বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আমার কাছে একটা প্রাইভেট নম্বর থেকে ফোন আসে। যেহেতু ওই নম্বরে রিং ব্যাক করা যায় না তাই করিনি। আবার ১০টা ১০-এ সেই ফোনটা এল। প্রথমেই হিন্দিতে বলছে উদয়ন গুহ বলছি কি না। বললাম, হ্যাঁ। তখন বলছে, ‘বিধানসভায় বিএসএফের বিরুদ্ধে কেন বলেছ’। আমি পাল্টা জানতে চাই কে। তখন আমাকে গালাগালি দিয়ে বলে ‘এখানে এসে দেখ কী অবস্থা করি। তোমার এত ক্ষমতা বিএসএফের বিরুদ্ধে মুখ খোলো’। শেষ করে দেব, দেখে নেব এসব বলতে শুরু করে।”
সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করবেন বলে বৃহস্পতিবার রাতে জানান উদয়ন গুহ। এদিনই কলকাতা থেকে কোচবিহারে তিনি রাতের ট্রেনে রওনা দেন।
আরও পড়ুন: ‘সরকার মদের দাম কমিয়েছে, খাও পিও জিও’! কটাক্ষ দিলীপের
আরও পড়ুন: পর পর তিনদিন একদিনের সংক্রমণ ৮০০ পার! বিপদ ঘুরে দাঁড়াচ্ছে না তো?