21 July: মাঝে আর এক দিন, কড়া নিরাপত্তা বলয়ে ২১ জুলাইয়ের শহর

TMC 21 July: ২৬ জন ডিসি থাকবেন শহরে। থাকবেন ৮০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৩৫০০ জন পুলিশ থাকবে সভাস্থলে। ৪ জন ডিসি মঞ্চের সামনে থাকবেন। পার্কিং থাকবে বঙ্গবাসী গ্রাউন্ড, গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড, শহিদ মিনার ময়দান, সিআর অ্যাভিনিউ, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোডে।

21 July: মাঝে আর এক দিন, কড়া নিরাপত্তা বলয়ে ২১ জুলাইয়ের শহর
কলকাতা পুলিশ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2024 | 8:39 PM

কলকাতা: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন। ধর্মতলায় প্রতি বছর এই দিনটি পালন করে তৃণমূল। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ দলীয় কর্মী সমর্থক আসেন কলকাতায়। ট্রেনে, বাসে, জলপথে নামে মানুষের ঢল। শহরের আইনশৃঙ্খলাকে ধরে রাখতে সভাচত্বরে থাকছে বিশাল বাহিনী।

২৬ জন ডিসি থাকবেন শহরে। থাকবেন ৮০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৩৫০০ জন পুলিশ থাকবে সভাস্থলে। ৪ জন ডিসি মঞ্চের সামনে থাকবেন। পার্কিং থাকবে বঙ্গবাসী গ্রাউন্ড, গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড, শহিদ মিনার ময়দান, সিআর অ্যাভিনিউ, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোডে।

রাস্তা বন্ধ থাকবে সিআর অ্যাভিনিউ, লেনিন সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোডে। এছাড়া বড় মিছিল যাওয়ার সময় রাস্তার একাংশ বন্ধ থাকবে। বড় মিছিল আসবে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা স্টেশন, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, খিদিরপুর, শ্যামবাজার, হাজরায়। মাঝে আর একদিন। রবিবার ২১ জুলাই। তার আগে শুক্রবার মঞ্চস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘুরে দেখেন এলাকা।