KMC Election 2021: ‘একটা বাইক ফলো করছিল’, তিস্তার মৃত্যু নিয়ে বিস্ফোরক স্বামী গৌরব

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 01, 2021 | 1:50 PM

টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ গৌরব। নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি।

KMC Election 2021: একটা বাইক ফলো করছিল, তিস্তার মৃত্যু নিয়ে বিস্ফোরক স্বামী গৌরব
তিস্তার মৃত্যু নিয়ে বিস্ফোরক স্বামী গৌরব

Follow Us

কলকাতা : পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই একাধিক নেতা- নেত্রীর গলায় শোনা যাচ্ছে বিদ্রোহের সুর। ইতিমধ্যেই দলের বিরুদ্ধে মুখ খুলে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বিজেপি নেতা চন্দ্রশেখর বাসোটিয়া। আর এবার দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন প্রয়াত নেত্রী তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস। আজই মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। এরই মধ্যে তিস্তার মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। তাঁর দাবি, তিস্তার মৃত্যু স্বাভাবিক নয়।

কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের। পুর নির্বাচনে গড়িয়াহাট এলাকার ওই ওয়ার্ড থেকে তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে টিকিট দেওয়া হবে বলে কানাঘুষো শেনা যাচ্ছিল। সূত্রের খবর, ওই ওয়ার্ডের জন্য প্রাথমিকভাবে গৌরবকেই বেছে নিয়েছিল বিজেপি, কিন্তু পরে অন্য প্রার্থী দেওয়া হয়। আর তাতেই ক্ষুব্ধ গৌরব সহ বিজেপি নেতৃত্বের একাংশ। এরই মধ্যে সামনে এল এই অভিযোগ।

গৌরব উল্লেখ করেন, শুধু তিস্তা নয়, তাঁর নিজেরও প্রাণের আশঙ্কা রয়েছে। তিনি জানান, ঘটনার দিন তাঁর মেয়ে বলেছিল যে পিছনে একটা বাইক ফলো করছে। তারপরই দুর্ঘটনা ঘটে। গৌরবের দাবি, তাঁর গোটা পরিবারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘অনেক সৌভাগ্য যে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি।’

শুধু গৌরব নন, একই দাবি করেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। নির্দল হিসেবে লড়লে গৌরবকে সমর্থন করবেন বলেও বার্তা দিয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ফেসবুকে একটি পোস্টে দুর্ঘটনায় বিজেপি কাউন্সিলর তিস্তার মৃত্যুর ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন রূপা। তিনি দাবি করেছেন, ‘তিস্তার মৃত্যু যে নিছক দুর্ঘটনা নয়, তা বেশ বুঝতে পারছি। আমি গৌরবের পাশে থাকব।’ তিস্তার স্বামীর নাম গৌরব। সূত্রের খবর, তিনি পুরভোটে টিকিট পাননি বলেই ক্ষুদ্ধ হয়েছেন রূপা। দলেরই সাংসদ রূপার তোলা এমন অভিযোগ বিজেপিকে বিড়ম্বনায় ফেলার পক্ষে যথেষ্ট।

টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ৩১ নম্বর ওয়ার্ডের নেতা চন্দ্রশেখর বাসোটিয়া ও ১৩১ নম্বর ওয়ার্ডের নেতা কাজল ভৌমিক। মঙ্গলবার রাতেই চন্দ্রশেখর বাসোটিয়াকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। দল টাকার বিনিময়ে টিকিট দিয়েছে, এমন অভিযোগ দলের অন্দরে আগেই উঠেছে।

টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ৩১ নম্বর ওয়ার্ডের নেতা চন্দ্রশেখর বাসোটিয়া ও ১৩১ নম্বর ওয়ার্ডের নেতা কাজল ভৌমিক। মঙ্গলবার রাতেই চন্দ্রশেখর বাসোটিয়াকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। দল টাকার বিনিময়ে টিকিট দিয়েছে, এমন অভিযোগ দলের অন্দরে আগেই উঠেছে। এমনতি গতকাল রাতে ওই অভিযোগ নিয়েই পথে নামেন বিজেপি দক্ষিণ কলকাতার জেলা সভাপতি শঙ্কর শিকদার এবং প্রীতম শিকদারের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নামে বেশ কয়েকজন বিজেপি নেতা।

আরও পড়ুন : Mamata In Mumbai: ‘আমি কম কথা, বেশি কাজে বিশ্বাস করি’, মুম্বইয়ে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের পর বার্তা মমতার

Next Article