কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাতে বিচার বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ জানালেন আইনজীবীদের একাংশ। সেই অভিযোগেই মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল আদালত চত্বর। হাইকোর্টেও পৌঁছল রাজনীতির আঁচ। তৃণমূল ও বিজেপি আইনজীবীদের দুই সংগঠনের মধ্যে কার্যত হাতাহাতি হয় এ দিন। বার অ্যাসোসিয়েশন একটি বৈঠকে বসলে, সেখানে মাইকের তাঁর ছিঁড়ে নেওয়া হয় বলেও অভিযোগ বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীদের বিরুদ্ধে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল পন্থী আইনজীবীরা। তাঁদের অভিযোগ, ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে প্রশ্ন তুলে শৃঙ্খলা ভঙ্গ করেছেন বিচারপতি। আর তাতে কোনও পদক্ষেপ করেননি প্রধান বিচারপতি। যতক্ষণ পর্যন্ত না প্রধান বিচারপতি কোনও পদক্ষেপ করবেন, ততক্ষণ পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাশে তাঁরা হাজির থাকবেন না বলে জানিয়েছেন ওই আইনজীবীরা।
মঙ্গলবার এই বিষয়ে আলোচনার জন্য বার অ্যাসোসিয়েশন একটি বৈঠক হয়। সেখানেই দু পক্ষের মধ্যে বচসা শুরু, যা পৌঁছয় হাতাহাতিতে। তারপর কোর্ট চত্বরে যে ছবি দেখা গেল, তা কার্যত নজিরবিহীন। আইনজীবীদের মধ্যে শুরু হয় তুমুল গণ্ডগোল। তৃণমূল পন্থী আইনজীবীদের দাবি, আদালতের জন্য যে আচরণবিধি তৈরি করা আছে, তাকে মান্যতা দেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কারণেই আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষুব্ধ আইনজীবীদের দাবি, সিঙ্গল বেঞ্চের তরফে এ ভাবে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে মন্তব্য করা যায় না। তাহলে কোনও জেলা আদালতের বিচারপতি হাইকোর্টের বিচারপতিরও বিরোধিতা করতে পারেন।
আসলে এসএসসি মামলায় যতবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, ততবার ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। আর তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। তিনি বলেছিলেন, ‘কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে?’ দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন : Partha Chatterjee : SSKM-এ যাওয়া যাবে না, বিকেলেই পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের