AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Candidate list 2024: তৃণমূলের ৪২ জন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা

Lok Sabha Election 2024: আজ ব্রিগেডের ময়দান থেকে তৃণমূলের লোকসভা আসনের প্রার্থী ঘোষিত হয়। একাধিক তারকার নাম ঘোষণা করা হয়। সবথেকে বড় চমক এবার প্রথম লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান।

TMC Candidate list 2024: তৃণমূলের ৪২ জন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা
কোথায় কে দাঁড়াচ্ছেন দেখুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 2:55 PM
Share

আজ ব্রিগেডের মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রার্থীদের  নাম ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ৪২ জন প্রার্থী নিয়ে র‌্যাম্পে হাঁটেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ-লক্ষ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁদের।

এক নজরে দেখে নিন কোন-কোন প্রার্থী দাঁড়াচ্ছেন কোথা থেকে

১) কোচবিহার থেকে তৃণমূলের লড়ছেন– জগদীশ চন্দ্র বাসুনিয়া

২) আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন–প্রকাশ চিক বড়াইক

৩) জলপাইগুড়ি থেকে লড়াই করবেন–নির্মল চন্দ্র রায়

৪) দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী–গোপাল লামা

৫) রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী–কৃষ্ণকল্যাণী

৬) বালুরঘাট থেকে তৃণমূল প্রার্থী–রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র

৭) মালদহ উত্তর থেকে লড়বেন–প্রসূণ বন্দ্যোপাধ্যায় (আইপিএস)

৮)মালদহ দক্ষিণ থেকে লড়বেন–শাহনাওয়াজ আলি রহমান

৯)জঙ্গিপুর থেকে লড়বেন–খলিলুর রহমান

১০) বহরমপুর থেকে লড়বেন–ইউসুফ পাঠান

১১)মুর্শিদাবাদ থেকে তৃণমূল প্রার্থী— আবু তাহের খান

১২) কৃষ্ণনগর থেকে লড়বেন–মহুয়া মৈত্র

১৩) রানাঘাট থেকে লড়বেন–মুকুটমণি অধিকারী

১৪) বনগাঁ থেকে লড়াই করবেন–বিশ্বজিৎ দাস

১৫)ব্যারাকপুর থেকে লড়বেন-পার্থ ভৌমিক

১৬) দমদম থেকে লড়বেন–সৌগত রায়

১৭) বারাসত থেকে লড়বেন- কাকলী ঘোষ দস্তিদার

১৮) বসিরহাট থেকে লড়াই করবেন–হাজি নুরুল ইসলাম

১৯) জয়নগর থেকে লড়াই করবেন–প্রতিমা মণ্ডল

২০) মথুরাপুর থেকে লড়াই করবেন- বাপি হালদার

২১) ডায়মন্ড হারবার থেকে তৃণমূল প্রার্থী–অভিষেক বন্দ্যোপাধ্যায়

২২) যাদবপুর থেকে তৃণমূল প্রার্থী–সায়নী ঘোষ

২৩) কলকাতা দক্ষিণ থেকে লড়বেন–মালা রায়

২৪) কলকাতা উত্তর থেকে তৃণমূল প্রার্থী–সুদীপ বন্দ্যোপাধ্যায়

২৫) হাওড়া থেকে লড়বেন তৃণমূল প্রার্থী–প্রসূণ বন্দ্যোপাধ্যায়

২৬) উলুবেড়িয়া থেকে তৃণমূল প্রার্থী–সাজদা আহমেদ

২৭) শ্রীরামপুর থেকে তৃণমূলের হয়ে লড়বেন–কল্যাণ বন্দ্যোপাধ্যায়

২৮) হুগলি থেকে লড়ছেন–রচনা বন্দ্যোপাধ্যায়

২৯) আরামবাগ থেকে লড়তে পারেন– মিতালী বাগ

৩০) তমলুক থেকে লড়াই করবেন–দেবাংশু ভট্টাচার্য

৩১) কাঁথি থেকে তৃণমূল প্রার্থী—উত্তম বারিক

৩২) ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী–দীপক অধিকারী (দেব)

৩৩) ঝাড়গ্রাম থেকে তৃণমূল প্রার্থী–কালীপদ সোরেন

৩৪) মেদিনীপুর থেকে তৃণমূল প্রার্থী–জুন মালিয়া

৩৫) পুরুলিয়া থেকে তৃণমূল প্রার্থী–শান্তিরাম মাহাত

৩৬) বাঁকুড়া থেকে তৃণমূল প্রার্থী–অরূপ চক্রবর্তী

৩৭) বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী–শর্মিলা সরকার

৩৮)বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী–কীর্তি আজাদ

৩৯)আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী–শত্রুঘ্ন সিনহা

৪০)বোলপুর থেকে তৃণমূল প্রার্থী–অসিতকুমার মাল

৪১ বীরভূম থেকে তৃণমূল প্রার্থী–শতাব্দী রায়

৪২) বিষ্ণুপুর থেকে তৃণমূল প্রার্থী-– সুজাতা খাঁ