কলকাতা: রাজ্যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। গ্রেফতার হচ্ছেন একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক। এরই মধ্যে এবার তৃণমূলের শিক্ষা সংগঠনে আপদমস্তক বদল আনার পথে শাসক শিবির। তৃণমূলের (Trinamool Congress) শিক্ষা সেলের সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে। এদিন এই নিয়ে একটি বৈঠকেও বসেছিল শাসক দল তৃণমূল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা সেলের দায়িত্বে থাকা ব্রাত্য বসু জানালেন, আমূল রদবদলের কথা। আগের সমস্ত কমিটি বাতিল করে নতুন করে কমিটি প্রধান ঠিক করা হল। প্রাথমিক শিক্ষা সেলের নতুন সভাপতি হলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। কার্যকরী সভাপতি করা হয়েছে পলাশ সাধুখাঁকে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠনের সভাপতি প্রীতম হালদার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠনের জন্য কার্যকরী সভাপতি করা হয়েছে বিজন সরকার। এর পাশাপাশি পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে, শিক্ষামিত্র, শিক্ষাবন্ধু, মিড ডে মিল কর্মীদের নিয়ে একটি নতুন সংগঠন শুরু করা হয়েছে শাসক দলের তরফে। অর্থাৎ সব মিলিয়ে চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে এই সংগঠন। এই সংগঠনের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল মইদুল ইসলামকে। নতুন এই সংগঠনের কার্যকরী সভাপতি করা হয়েছে রবিউল ইসলামকে।
উল্লেখ্য, শাসক দলের চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনের নতুন দায়িত্ব পাওয়া মইদুল ইসলাম এক অন্যতম চর্চিত নাম। অতীতে তাঁর সংগঠনের কর্মীরা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সেই ঘটনায় ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁর বাড়িতে পুলিশও গিয়েছিল। পরবর্তীতে ওই বছরের ২১ নভেম্বর ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন মইদুল। পরবর্তীতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে আদি গঙ্গায় নেমে বিক্ষোভও দেখিয়েছিলেন শিক্ষামিত্ররা।
এর পাশাপাশি আরও জানানো হয়, সংগঠনের নতুন সদস্য পদ নেওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না। সেই সঙ্গে আগামী দিনে বিশ্ববিদ্যালয় স্তরের সংগঠনের (ওয়েবকুপা) ক্ষেত্রেও সাংগঠনিক বদল আনা হবে বলে জানান ব্রাত্য বসু।