কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) দিনক্ষণ ঘোষণা হতেই শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া শুরু করেছে তৃণমূল (TMC)। পিছিয়ে নেই বিজেপিও (BJP)। এ দিন যখন মুখ্য নির্বাচন কমিশনার পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করছিলেন, তখনই কালীঘাটের বাড়িতে তৃণমূলের শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, বিধানসভা নির্বাচন উপলক্ষে ১২ জনের কমিটি কমিটি গঠন করা হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, নির্বাচনী কমিটির এই সদস্যরা ভোট পরিচালনা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন। যার মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এ ছাড়াও সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত মুখোপাধ্যায়, চৌধুরী মোহন জাটুয়া স্থান পেয়েছেন সেই কমিটিতে। তৃণমূলের এই নেতাদের তত্ত্বাবধানেই তৈরি হবে একুশের যুদ্ধে তৃণমূলের প্রার্থী তালিকা।
যেহেতু নির্বাচন কার্যত ঘাড়ে নিশ্বাস ফেলছে, তাই এ দিনের বৈঠকে প্রার্থী তালিকা এবং প্রচারের রণকৌশল নিয়েই নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ২৯৪ টি আসনেই তৃণমূলের প্রার্থী তালিকা একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর তৃণমূল সূত্রে। প্রত্যাশিতভাবেই এ বারের প্রার্থী তালিকায় প্রচুর চমক নিয়ে অপেক্ষা করছে শাসকদল। যেখানে একাধিক নতুন মুখের দেখা পাওয়া যাবে। পাশাপাশি যুব সংগঠনের কয়েকজন নেতা ও তারকারাও টিকিট পেতে পারেন বলে খবর।
আরও পড়ুন: আপনার কেন্দ্রে ভোট কবে? জানুন এক ক্লিকে
অন্যদিকে বিজেপিও তাদের মতো করে নির্বাচন লড়ার ঘুঁটি সাজাতে শুরু করেছে। একুশের যুদ্ধে শাসকদলকে টক্কর দিতে একেবারে নীচু স্তর থেকে সংগঠনে শান দিচ্ছে বিজেপি। প্রতি বুথে একটি করে কমিটি গঠন করা হচ্ছে। পাঁচটি বুথ নিয়ে তৈরি হবে শক্তি কেন্দ্র। তার উপরে থাকবে বুথ ম্যানেজমেন্ট কমিটি। এই কমিটি দেখবে শক্তি কেন্দ্র এবং বুথ কমিটি ঠিকমতো কাজ করছে কিনা। সব ক্ষেত্রে মোবাইল নম্বর বাধ্যতামূলক করা। এর উপরে থাকবে মণ্ডল কমিটি। তার উপর জেলা কমিটি। এবং সবার শেষে মাথার উপর থাকবে কোর কমিটি।
ধাপে ধাপে তৈরি হওয়া এই কমিটিকে পরিচালনা করবে বিজেপির আইটি সেল এবং ইনফরমেশন সেন্টার। পাশাপাশি বিজেপির নির্বাচন অফিস থেকে এই কমিটির সঙ্গে সমন্বয় সাধন করা হবে। এই ধাপে ধাপে গঠিত কমিটির মাধ্যমেই নির্বাচন সামলাবে বিজেপি।
আরও পড়ুন: বিজেপির চোখে বাংলাকে দেখছে কমিশন, সোচ্চার ক্ষুব্ধ মমতা