Firhad on Akhil: ‘অনেক সময় আমাদের মাথা গরম থাকে, ধৈর্য রাখতে হবে’, অখিল ইস্যুতে মন্তব্য ববির

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 04, 2024 | 3:19 PM

Firhad on Akhil: ববি বলেছেন, "আমাদের সবাইকে সহনশীল হতে হবে। মুখ্যমন্ত্রী সব সময় এই কথাই বলেন আমাদের ধৈর্য রাখতে হবে। যে কোনও সমস্যা ধৈর্যের দ্বারাই নিরাময় হবে। তাই ধৈর্য রাখতে হবে। হয়ত কোনও বিষয়ে আমাদের মাথা অনেক সময় গরম থাকে। কিন্তু তার মধ্যে হলেও আমাদের ধৈর্য রেখে সমস্যা সমাধান করতে হবে।"

Firhad on Akhil: অনেক সময় আমাদের মাথা গরম থাকে, ধৈর্য রাখতে হবে, অখিল ইস্যুতে মন্তব্য ববির
ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: বনদফতরের এক মহিলা আধিকারিককে পেটানোর নিদান। রাজ্যের মন্ত্রীর আচরণে তোলপাড় বাংলা। শুধু তাই নয়, ক্ষুব্ধ খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তাঁর ইস্তফা চেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার অখিলের মন্তব্য নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

ববি বলেছেন, “আমাদের সবাইকে সহনশীল হতে হবে। মুখ্যমন্ত্রী সব সময় এই কথাই বলেন আমাদের ধৈর্য রাখতে হবে। যে কোনও সমস্যা ধৈর্যের দ্বারাই নিরাময় হবে। তাই ধৈর্য রাখতে হবে। হয়ত কোনও বিষয়ে আমাদের মাথা অনেক সময় গরম থাকে। কিন্তু তার মধ্যে হলেও আমাদের ধৈর্য রেখে সমস্যা সমাধান করতে হবে।”

প্রসঙ্গত, গতকাল যত সমস্যার সূচনা হয় শনিবার। পূর্ব মেদিনীপুরের তাজপুরে বেআইনি দখল উচ্ছেদে গিয়েছিলেন ফরেস্ট অফিসার মনীষা সাউ। সেখানেই যেতেই তাঁকে অখিলের হুমকির মুখে পড়তে হয়। সরকারি আধিকারিককে ‘বেয়াদপ, জানোয়ার’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন। বেশিদিন থাকতে পারবেন না। আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন। আমি আপনাকে বলছি। সে বিট অফিসার টফিসার, আমি জানি ফরেস্টের কী কাজ হয়। কত বড় দুর্নীতি আমরা সব জানি। বিট অফিসারের বিরুদ্ধে কী আছে আমি সব জানি। আমি কিন্তু সব ফাঁস করে দেব বিধানসভায়। আপনি আমাকে চেনেন না।”

Next Article