কলকাতা: এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সঙ্গী কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালে প্রথম বিদেশ সফর শুরু করেন। এরপর ২০১৭ ও ২০১৮ সালে হেগ, ইতালি সফর করেছেন মমতা। বহু সাংবাদিক সঙ্গী হয়েছেন সেই সব সফরের। তবে একদা দল এবং মমতার ‘দুঃসময়ের সাথী’ কুণাল সেইসব সফরে সঙ্গী ছিলেন না। এবার প্রথম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী কুণাল ঘোষ।
যদিও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি সফর কুণালের জীবনে প্রথমবার নয়। এর আগেও সফরসঙ্গী হয়েছেন সাংবাদিক কুণাল ঘোষ। ২০০৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সফর সঙ্গী হয়ে সিঙ্গাপুর, জাকার্তা সফর করেছিলেন তিনি। সেই হিসাবে দেখতে গেলে ১৮ বছর পর ২০২৩ সালে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কুণাল।
এবার গন্তব্য দুবাই এবং স্পেন। আগামী ১২ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রওনা দেবেন কুণাল ঘোষ। একটা সময় রাজ্যে পরিবর্তনের লড়াইয়ে মমতার সর্বক্ষণের সঙ্গী হিসাবে থেকেছেন কুণাল ঘোষ। এক সময় ছায়ার মতোই ছিলেন তিনি। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনও অনুষ্ঠানেই মঞ্চ আলো করে থাকতেন এই সাংবাদিক-রাজনীতিক।
কিন্তু ২০১৩ সালে ছবিটা বদলে যায়। সারদা চিটফান্ড মামলায় গ্রেফতার হন কুণাল ঘোষ। দল আর নেত্রীর সঙ্গেও সম্পর্ক ঠেকে তলানিতে। তৃণমূল শিবির আর কুণাল পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানাতে থাকেন। দীর্ঘদিনের মধুর সম্পর্ক হয়ে দাঁড়ায় তেতো। কুণাল যখন বিচারাধীন বন্দি হিসাবে জেলে, ঠিক সেই সময়েই বিদেশ যাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর বহু চড়াই-উতরাই দেখেছেন কুণাল ঘোষ। নিজেই বলেন, “স্বর্গ নরক সবই দেখা হয়ে গেল এক জীবনে।” যদিও দুঃসময়েও দলকে রাজ্যসভার সাংসদ হিসাবে বরাদ্দ চাঁদা টানা দিয়ে গিয়েছেন তিনি। এরপর এলো তৃণমূল সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ — ২০২১ এর বিধানসভা নির্বাচন। ঝড় আসছে ধরে নিয়ে বিরোধীর নৌকায় পাড়ি জমালেন অনেকে।
তবে সে সময় তৃণমূলের নৌকায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। দল তাঁকে মুখপাত্র করেছে। সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছে দলেরই মুখপত্র ‘জাগো বাংলা’র। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুরের দায়িত্বও পালন করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রার সফরসঙ্গী কুণাল ঘোষ।
বিদেশমন্ত্রী প্রণব মখোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সফর করেছেন কুণাল ঘোষ। রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেনের চিন সফরেরও সঙ্গী ছিলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সফর তো তালিকায় আছেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে কুণাল। কুণালের বিদেশ সফর নিয়ে সম্প্রতি জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। যদিও সেখানে সবুজ সঙ্কেতই পান তিনি। বিচারপতি জানান, ‘বিদেশযাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে।’ শুধু তাই নয়, বিচারপতি তাঁর পর্যবেক্ষণে সেদিন বলেছিলেন, এর আগেও সিঙ্গাপুর গিয়েছেন কুণাল। সবরকম আইন মেনেই গিয়েছেন তিনি। আইন মেনে ফিরেও এসেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই সফর প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। সাংবাদিক হিসাবে আরেকটা নতুন অভিজ্ঞতা হবে।”