‘মুখ্যমন্ত্রীকে কৈলাসের কটাক্ষ বুঝিয়ে দিল ওরা নারী বিদ্বেষী’, টুইটারে গর্জন তৃণমূলের মহিলা ব্রিগেডের

Jan 02, 2021 | 8:06 PM

শশী পাঁজা বলেছেন, “এই হল বিজেপির আসল চেহারা। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে তারা এটাই ভাবে। বিজেপির শাসনে যে মহিলারা নিরাপদ নয়, এ নিয়ে আর বিস্ময়ের অবকাশ রইল না।”

মুখ্যমন্ত্রীকে কৈলাসের কটাক্ষ বুঝিয়ে দিল ওরা নারী বিদ্বেষী, টুইটারে গর্জন তৃণমূলের মহিলা ব্রিগেডের
এই ছবি টুইট করেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কৈলাস বিজয়বর্গীয়।

Follow Us

কলকাতা: বোলপুর সফর থেকে ফেরার পথে এক সাঁওতাল পরিবারের রান্নাঘরে পৌঁছে গিয়ে খুন্তি হাতে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছবিটি ভাইরাল হয় মুহূর্তে। দু’দিন আগে সেই ছবিই টুইট করে কটাক্ষ করেছেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। বলেছেন, ‘পাঁচ মাস পর যে কাজ দিদিকে করতে হবে সেটা এখন থেকেই শুরু করে দিয়েছেন!’ যা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। তৃণমূলের মহিলা ব্রিগেড কৈলাসকে শুধু ‘নারী বিদ্বেষী’ বলেই ছাড়েনি, মহিলা ও ঘরকন্না নিয়ে বিজেপির এই কেন্দ্রীয় নেতার মনোভাবকেও তীব্র ভর্ৎসনা করেছে।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, নুসরত জাহান ও মন্ত্রী শশী পাঁজা একযোগে নিশানা সেধেছেন কৈলাসের দিকে। কাকলির কথায়, “আপনি যদি একজন মহিলা হন এবং রাজনীতিতে আসার কথা ভেবে থাকেন, তবে মাথায় রাখবেন আমাদের দেশ বিজেপির এই নারী বিদ্বেষীতে ভরা, যাঁরা মহিলাদের রান্নাঘরে ফেরত পাঠাতে চান।” কৈলাসকে সে টুইটে ট্যাগ করে কাকলি বলেছেন, “ভাবতে পারছি না কৈলাসের পরিবারেও নিশ্চয়ই মেয়েদের এভাবে অসম্মানের মুখে পড়তে হয়।”

আক্রমণের সুর চড়িয়েছেন শশী পাঁজা। সমালোচনা করে বলেছেন, “এই হল বিজেপির আসল চেহারা। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে তারা এটাই ভাবে। বিজেপির শাসনে যে মহিলারা নিরাপদ নয়, এ নিয়ে আর বিস্ময়ের অবকাশ রইল না।” ‘নারীবিদ্বেষী’ বলে তোপ দেগে একইসঙ্গে বলেছেন, “মনে রাখবেন একজন চা-ওয়ালাই কিন্তু আপনাদের বস।”

আরও পড়ুন: ‘ওর মতো একটা বাচ্চা ছেলের এরকম হবে!’ সৌরভের ঘটনা চোখ খুলে দিল মমতার

মেয়েদের অসম্মান করার অভিযোগ তুলে সরব নুসরতও। বলেছেন, “কৈলাস বিজয়বর্গীয়র এই ধরনের মন্তব্য সর্বতোভাবে নারীবিদ্বেষী। যেসব মহিলা রান্না করেন, নিজের পরিবারের দেখভাল করেও জীবনের নানা লক্ষ্য পূরণ করেন, তাঁদের অসম্মান করা হয়েছে এই মন্তব্যে। বিজেপি তাদের সীমা অতিক্রম করে গিয়েছে।” মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে নুসরতের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যাঁকে বিজেপি বারবার টার্গেট করে অপমান করে চলেছে। অত্যন্ত লজ্জার।”

Next Article