AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: বাঙালি অস্মিতাকে সামনে রেখে বৃষ্টি মাথায় পথে মমতা-অভিষেক

TMC: কলেজ স্কোয়ারে জড়ো হয়েছেন তৃণমূলের প্রথম স্তরে নেতানেত্রীরা। এদিন মিছিলে হাঁটবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Mamata Banerjee: বাঙালি অস্মিতাকে সামনে রেখে বৃষ্টি মাথায় পথে মমতা-অভিষেক
পথে মমতা-অভিষেকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 16, 2025 | 1:59 PM
Share

কলকাতা: বাঙালি আবেগকে সামনে রেখে বুধবার পথে তৃণমূল। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলেজ স্কোয়ারে থেকে হাঁটা শুরু করেছেন নেত্রী, পাশেই রয়েছেন অভিষেক। তৃণমূলের প্রথম স্তরে নেতানেত্রীরা মিছিলের অগ্রভাগে।

ভিন রাজ্যে কাজে গিয়ে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। মূলত বাংলা ভাষায় কথা বলার জন্য সেই রাজ্যে পুলিশ বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে হেনস্থা করছেন বলে অভিযোগ। মুর্শিদাবাদ, দেগঙ্গা এরকম একাধিকজনকে বাংলাদেশে পাঠাতে বিএসএফ উদ্যোগীও হয়। পরে তাঁদের সীমান্ত থেকে ফিরিয়ে আনে বাংলার পুলিশ। সাম্প্রতিকভাবে দিল্লিতেও কাজে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বাংলার একাধিক পরিযায়ী শ্রমিক। তা নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। এই পরিস্থিতিতে বাংলা ভাষা ও বাঙালি আবেগকে সামনে রেখে পথে নেমেছেন নেত্রী ও অভিষেক।

মন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিবাদের প্রতীক স্বরূপ কাল পাঞ্জাবি পরে এসেছেন। তিনি বলেন, ” সারা ভারতে কেন্দ্রীয় সরকার ও বিজেপি করছে, তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সেই প্রতিবাদেই আজ নেত্রী রাস্তায় নামতে চলেছেন।”

কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “যখনই কোনও বাঙালির ওপর অত্যাচার হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন। বাঙালিকে যখন অপমান করা হয়, তখন প্রতিবাদ করেন। কারণ জাতীয় সঙ্গীত গাইবেন বাঙালির লেখা, আর সেই বাংলা ভাষা যাঁরা বলবেন, তাঁদের ওপর অত্যাচার হবে, সেটা মানা যায় না। অসমে অত্যাচার হচ্ছে। এটা সহ্য করা যাবে না।”

মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু করে মেডিক্যাল কলেজের সামনে দিয়ে  চাঁদনি চক হয়ে ডোরিনা ক্রসিং পৌঁছবে। মন্ত্রী শশী পাঁজা বলেন, “বিজেপি নেতৃত্ব আসলে চায় বাঙালিদের হেনস্থা করা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, যাতে বাঙালিদের সম্মান রক্ষা করা যায়। বাংলা ভাষা বলার জন্য আমরা গর্বিত। যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁরা বাংলা বিরোধী।”

উল্লেখ্য, তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। যে সময়ে মুখ্য়মন্ত্রী রাস্তায় নামছেন, সে সময়েই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। বিজেপির বক্তব্য, দুর্নীতির একাধিক ইস্যু থেকে চোখ ঘোরাতেই এই মিছিল।