Babul Supriyo on TMC inner clash: ‘ছোটখাট টক্কর তো লাগবেই’, গোষ্ঠীদ্বন্দ্বে ‘অন্যায়’ দেখছেন না বাবুল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 14, 2023 | 4:57 PM

Babul Supriyo on TMC inner clash: বুধবার সকালে ক্যানিং-এ সুনীল হালদার নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাসের অনুগামীরা গুলি চালাচ্ছিলেন, সেই গুলিই তাঁর পায়ে লেগেছে।

Babul Supriyo on TMC inner clash: ছোটখাট টক্কর তো লাগবেই, গোষ্ঠীদ্বন্দ্বে অন্যায় দেখছেন না বাবুল
বাবুল সুপ্রিয়

Follow Us

কলকাতা: ভোট যত এগোচ্ছে, ততই রাজনীতির পারদ চড়ছে। বিরোধীদের বাধা দেওয়ার পাশাপাশি, সামনে আসছে শাসক দলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ। ক্যানিংয়ে দলের নেতাকেই গুলি করার অভিযোগ পর্যন্ত উঠেছে তৃণমূলেরই ভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে। তবে সেই দ্বন্দ্বে কোনও অন্যায় নেই বলেই মন্তব্য করলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব সব দলেই থাকে। বিজেপিতেও দ্বন্দ্ব চরমে ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার সকালে ক্যানিংয়ে সুনীল হালদার নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাসের অনুগামীরা গুলি চালাচ্ছিলেন। সেই গুলিই তাঁর পায়ে লেগেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ক্যানিংয়ে বোমাবাজিও দেখা গিয়েছে এদিন। এই প্রসঙ্গে মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “অনেক সিনিয়র নেতারা আছেন। তাঁরা বিষয়টা দেখছেন। তবে বিরোধীরা যা বলছে, তার সঙ্গে তথ্যের মিল নেই। সব জায়গায় অবাধে মনোনয়ন জমা দিয়েছেন বিরোধী দলের নেতারা।”

গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে তাঁর মত, যে কোনও দলেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তিনি বলেন, “বিজেপি কোন মুখে বলছে? বিজেপির টিকিট বিলির সময় মুরলীধর সেন লেনের অফিসে যা ঘটেছিল, তা নিজে দেখেছি। তখন তো ওদিকেই ছিলাম। পুলিশকে এসে লাঠি চালাতে হয়েছিল। ইট ছোড়াছুড়ি হয়েছিল দু পক্ষের মধ্যে।” তাঁর কথায়, গোষ্ঠীদ্বন্দ্ব বা একটু আধটু ক্ল্যাশ তো সব জায়গায় হয়। তিনি বলেন, “সবাই টিকিট পেতে চায়, সবাই চায় তারা লড়বে। তার মধ্যে কোনও অন্যায় নেই। মানুষে মানুষে ছোটখাট টক্কর তো লাগবেই।”

বাবুলের এই মন্তব্যের পর তাঁকে কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “তখন তো ঝালমুড়ি খাইয়ে দু পক্ষ সামলাত। কী হত, তা বিজেপি কর্মী আর রাজ্যের মানুষ জানে।‌ ও জানবে কী করে?”

Next Article