মমতার নির্দেশ মেনে পথে ফিরহাদ, সুজিত, উদয়ন, পৌঁছে যাচ্ছেন দরজায় দরজায়

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 01, 2025 | 3:35 PM

TMC: কলকাতার রাস্তায় এদিন দেখা গেল রাজ্যের দুই মন্ত্রীকে। ফিরহাদ হাকিম, সুজিত বসু বাড়ি বাড়ি ভোটার তালিকা নিয়ে গিয়ে স্ক্রুটিনি চালাচ্ছেন এদিন সকাল থেকে।

মমতার নির্দেশ মেনে পথে ফিরহাদ, সুজিত, উদয়ন, পৌঁছে যাচ্ছেন দরজায় দরজায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে ভোটার তালিকা পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। গড়ে দেওয়া হয়েছে কমিটি। সেই নির্দেশের পর শনিবার থেকেই পথে নামলেন তৃণমূল নেতারা। শহর থেকে গ্রাম সর্বত্র চোখে পড়ল সেই ছবি।

কলকাতার রাস্তায় এদিন দেখা গেল রাজ্যের দুই মন্ত্রীকে। ফিরহাদ হাকিম, সুজিত বসু বাড়ি বাড়ি ভোটার তালিকা নিয়ে গিয়ে স্ক্রুটিনি চালাচ্ছেন এদিন সকাল থেকে।

১১৬ নম্বর বিধাননগর বিধানসভার অন্তর্গত বিধাননগর পুরনিগমের অন্তর্গত ১৪টি ওয়ার্ডের কংগ্রেসের পুরপ্রতিনিধি এবং দক্ষিণ দমদম পুরসভার ১০টি ওয়ার্ডের পুর প্রতিনিধি ও কর্মীদের নিয়ে এই কর্মিসভা চলে। সভায় উপস্থিত ছিলেন বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল।

এদিকে অন্যান্য জেলাতেও শুরু হয়েছে এই কর্মসূচি। বারুইপুর এলাকায় সায়নী ঘোষ ও বিধায়ক লাভলী মৈত্রকে দেখা গিয়েছে। রবিবার থেকেই ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দিয়েছেন দুই নেত্রী। দিনহাটার বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন উদয়ন গুহ।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন দলনেত্রী। সেখানেই রিপোর্ট করতে হবে।