Madan Mitra: হাতে বসেছে ২০ টা স্ক্রু, শরীর ভেঙে অর্ধেক, কেমন আছেন মদন?

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 15, 2024 | 5:40 PM

Madan Mitra: গত ডিসেম্বরে আচমকা অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। উডবার্ন ব্লকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি বেশ অনেকদিন। সেখানেই খিঁচুনির জেরে পড়ে গিয়ে বাঁ কাঁধের হাড় ভেঙে গিয়েছিল মদন মিত্রের।

Madan Mitra: হাতে বসেছে ২০ টা স্ক্রু, শরীর ভেঙে অর্ধেক, কেমন আছেন মদন?
মদন মিত্র (নিজস্ব চিত্র)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রঙিন পাঞ্জাবি, হাসিমুখ- কামারহাটির বিধায়ক মদন মিত্রকে এভাবেই দেখতে অভ্যস্ত রাজ্যের মানুষ। কিন্তু গত বছরের শেষের দিকে অসুস্থ হওয়ার পর থেকে আর সেভাবে জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। বিধানসভা বা কোনও অনুষ্ঠানেও যাননি মদন মিত্র। প্রায় ২ মাস পর বৃহস্পতিবার বিধানসভায় দেখা গেল মদন মিত্রকে। পরনে সবুজ শার্ট অনেকটাই ঢিলে। দেখে বুঝতে অসুবিধা হয় না যে শরীর ভেঙে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। ভাঙা হাত বাঁধা অবস্থায় রয়েছে। একজনের হাত ধরে ধীরে ধীরে হেঁটে বিধানসভা থেকে বেরিয়ে আসেন মদন মিত্র।

কেমন আছেন? চোখে সানগ্লাস পরে হাসিমুখেই উত্তর দিলেন তিনি। আকাশের দিকে আঙুল দেখিয়ে বললেন, ‘উপরে ভগবান, আর নীচে মমতা- এই নিয়ে আছি।’ জানা গিয়েছে, তাঁর বাঁ হাতে ভাঙা জায়গায় ১৮-২০ টা স্ক্রু বসানো হয়েছে। গত বছরের ৪ ডিসেম্বরের পর থেকে আর বিধানসভায় আসেননি তিনি। দু মাস পর বিধানসভায় এসে সই করলেন তিনি। খাতা আনিয়ে সই করেন বিধায়ক।

গত ডিসেম্বরে আচমকা অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। উডবার্ন ব্লকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি বেশ অনেকদিন। সেখানেই খিঁচুনির জেরে পড়ে গিয়ে বাঁ কাঁধের হাড় ভেঙে গিয়েছিল মদন মিত্রের। তাঁকে উডবার্ন থেকে সিসিইউ-তে স্থানান্তরিত করার সময় হাড় ভেঙে যায়। ট্রমা কেয়ারে তাঁর বাঁ কাঁধের অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর বাড়ি ফিরলেও আর সেভাবে বেরোননি মদন মিত্র।

Next Article